বিবিধ
পূর্বাণী’র সুবর্ণ জয়ন্তী উদযাপন
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৬ নভেম্বর ২০২৪, বুধবার, ৫:৫৮ অপরাহ্ন
বাংলাদেশের অন্যতম সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান পূর্বাণী গ্রুপ তার গৌরবময় যাত্রার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। ১৯৭৩ সাল থেকে অদ্যাবধি সাফল্যের পথচলার উদযাপন উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উঠে আসে গ্রুপটির প্রতিষ্ঠার গল্প, বিভিন্ন সাফল্য, দেশের অর্থনীতিতে এর অবদান এবং আগামী দিনের পরিকল্পনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাণী গ্রুপের চেয়ারম্যান ও সিইও আবদুল হাই সরকার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আই সরকার (সোহেল)। এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন নামকরা ব্যবসায়ী, রপ্তানিকারক, আমদানিকারক, বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিসহ পূর্বানী গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পূর্বাণী বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রাচীনতম শতভাগ রপ্তানিমুখী টেক্সটাইল প্রতিষ্ঠান। সাফল্যের সঙ্গে ৫ দশক ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। পোশাক প্রস্তুতকারক, স্পিনিং, ইয়ার্ন ডাইং, ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং, রেডিমেড গার্মেন্টস, খুচরা পোশাক, কৃষিসহ মোট ১৩টি ব্যবসায়িক ইউনিট নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে বৃহৎ এই প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে পূর্বাণী গ্রুপের চেয়ারম্যান ও সিইও আবদুল হাই সরকার বলেন, কর্মীদের অধিকার, নিরাপত্তা এবং মঙ্গল আমাদের আমাদের শীর্ষ অগ্রাধিকার। তিনি বলেন, শুধু ব্যবসায়িক চিন্তা নিয়ে আমাদের গ্রুপ পরিচালিত হচ্ছে না। আমরা গুরুত্ব দেই পরিবেশের সামঞ্জস্যতা, জাতীয় উন্নয়ন, ব্যক্তি পর্যায়ের উন্নয়ন ও অগ্রগতিতে। সুবিধাবঞ্চিত ব্যক্তিদের প্রয়োজনীয় সাপোর্ট প্রদান আমাদের অন্যতম একটি লক্ষ্য। আমরা পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব নিশ্চিত করার উদ্দেশ্যে গ্রিন ইনিশিয়েটিভ নিয়েছি। আমাদের কারখানাগুলোতে নিশ্চিত করা হয়েছে টেকসই উৎপাদন প্রযুক্তি। যা জাতীয়ভাবে এসডিজি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।
ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আই সরকার (সোহেল) বলেন, দীর্ঘপথ পাড়ি দিয়ে পূর্বাণী আজকের এই সাফল্যমণ্ডিত অবস্থানে এসেছে। এর সঙ্গে জড়িত আমাদের সকল স্তরের সহযোগীরা। আমি বিশ্বাস করি আমাদের স্থিতিস্থাপকতা এবং শ্রেষ্ঠত্বের আগ্রহ এবং প্রেরণা টেকসই প্রবৃদ্ধি অর্জনে আমাদের সাহায্য করবে। তিনি বলেন, আমাদের কোম্পানি সত্তর দশকের গোড়ার দিকে একটি ট্রেডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। দীর্ঘ পথচলায় সেদিনের সেই উদ্যোগ বর্তমানে একটি বৃহৎ টেক্সটাইল গ্রুপে পরিণত হয়েছে। টেক্সটাইল খাতের পাশাপাশি কৃষি এবং মৎস্যখাতেও আমাদের ব্যবসার প্রসার ঘটেছে। এছাড়া গত ৫০ বছর ধরে সমাজে বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ডে আমাদের বাণিজ্যিক সম্পৃক্ততা ও উপস্থিতি ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা আমাদের বৃদ্ধির প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল কমফিস্টাইল ও ফ্যাশন শো। এছাড়াও বিশেষ ফ্যাশন শো এর আয়োজন করা হয়। আর মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। লাইভ মিউজিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত করা হয় পূর্বাণী গ্রুপ তার গৌরবময় যাত্রার সুবর্ণ জয়ন্তী উদযাপন।