খেলা
চেলসির কাছে পয়েন্ট খোয়ানোর পর নিস্টলরয়
‘দলের স্পিরিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ’
স্পোর্টস ডেস্ক
৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবারএরিক টেন হাগ ছাঁটাই হওয়ার পর অন্তবর্তীকালীন কোচ রুড ভ্যান নিস্টলরয়ের অধীনে দুটি ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে ৫-২ গোলে জিতলেও চেলসির বিপক্ষে পয়েন্ট খুইয়েছে তারা। তবে ফল নয়, দলের মধ্যে থাকা স্পিরিট সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন নিস্টলরয়।
প্রিমিয়ার লীগের ম্যাচে রোববার ঘরের মাঠে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ স্বাগতিকদের এগিয়ে নেয়ার পর চেলসিকে সমতায় ফেরান মোইজেস কাইসেদো।
অবশ্য সাম্প্রতিক অবস্থা বিবেচনায় বড় ম্যাচে ড্র করতে পারাও ইউনাইটেডের জন্য কম স্বস্তির নয়। নিস্টলরয়ের কথাতেও তা ফুটে উঠলো।
ম্যাচ শেষে নিস্টলরয় বলেন, ‘আমার মনে হয়, দলের স্পিরিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কোনো একজন বা ব্যক্তির ব্যাপার নয়, সবকিছুর ওপরে এই ক্লাব। আমরা তার (নতুন হেড কোচ রুবেন আমোরিম) পাশে থাকবো এবং আমরা সবাই যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখতে চাই, সেখানে তুলে নিতে সহায়তা করবো। যে পারফরম্যান্স, যে স্পিরিট ফুটবলাররা দেখিয়েছে, এটাই ভিত্তি। এখান থেকেই আবার গড়ে তুলতে হবে, তাহলে ফুটবলের মানও ফিরে আসবে আবার। এই ভিত কাজে লাগাতে হবে, এরপর উন্নতির অনেক জায়গা আছে।’
তিনি বলেন, ‘ফুটবলাররাও মনে করে, তাদের দায়বদ্ধতা আছে আরও ভালো করার। তারা নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করিয়েছে। বুধবারের ম্যাচে তারা যেভাবে সাড়া দিয়েছে এবং আজকে, এতে ফুটে উঠেছে যে, তারা নিজেরাও ব্যাপারগুলো অনুভব করতে পারছে।’
টেন হাগের বিদায়ের পর আবেগের নানা স্রোতে ভাসতে হচ্ছে ইউনাইটেডকে। সেখান থেকে দ্রুতই আবার গোটা দলের ফুটবলে মনোযোগ ফেরানোর চ্যালেঞ্জ নিতে হয়েছে ভারপ্রাপ্ত কোচকে।
এ প্রসঙ্গে নিস্টলরয় বলেন, ‘ছয় দিন, আবেগের রোলার-কোস্টার, এরিকের (টেন হাগ) বিদায় অবশ্যই দুঃখজনক ছিল খুবই। তবে পরের দিনটিতেই আবার মনোযোগ দিতে হয় দলকে তৈরি করে তোলায়, কারণ ওল্ড ট্র্যাফোর্ডে ৭৫ হাজার দর্শক আসে দলের খেলা দেখতে। এই দায়বদ্ধতা তাই আমাদের আছে।’