ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

রোহিত শর্মা বললেন

‘এই হার সহজে হজম হবে না’

স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২৪, সোমবারmzamin

ভারতের শেষ ব্যাটার হিসেবে আউট হলেন ওয়াশিংটন সুন্দর। বোলার এজাজ প্যাটেলকে ঘিরে উচ্ছ্বাস শুরু করলেন নিউজিল্যান্ড দলের বাকি খেলোয়াড়রা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। আর কিউইদের সাবেক পেসার সাইমন ডুল ধারাভাষ্যকক্ষে বললেন, নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসের সেরা সিরিজ জয়। ভারতের মাটিতে যেখানে গত ১২ বছরে কেউ সিরিজ জেতেনি, সেখানে রীতিমতো হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, এই হার সহজে হজম হবে না। 
ওয়াংখেড়েতে গতকাল সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ২৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। চতুর্থ ইনিংসে ১৪৭ রান তাড়ায় ১২১ রানে থামে স্বাগতিকদের ইনিংস। এর আগে বেঙ্গালুরুরতে ৮ উইকেট আর পুনেতে ১১৩ রানে হারে ভারত। দেশের মাঠে তিন বা এর বেশি ম্যাচের টেস্ট সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশড হলো তারা। ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডও এবার প্রথম সব ম্যাচ জিতলো। ১১ উইকেট নিয়ে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের জয়ের নায়ক এজাজ প্যাটেল। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে শিকার করেন ছয় উইকেট।
এক ঋষভ পন্তই চতুর্থ ইনিংসে যা লড়ার লড়েছেন। নিউজিল্যান্ড ও ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে ছিলেন কেবল তিনি। ২৯ রানে ৫ উইকেট হারানোর পর তার ব্যাটেই হোয়াইটওয়াশ এড়ানোর আশা দেখছিল ভারত। চাপের মধ্যেও নিজের মতো করেই খেলতে থাকেন দারুণ সব শট। ৫৭ বলে ৬৪ রান করা ঋষভ আউট হতেই ভারতের আশার প্রদীপ নিভে যায়। ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত বলেন, ‘একটা সিরিজ হারা, একটা টেস্ট হারা কখনও ভালো বিষয় নয়, কিন্তু এই সিরিজটা হার হজম হবে না সহজে। আমরা মোটেও আমাদের সেরা ক্রিকেট খেলেনি। আমি জানি এবং সেটা মেনে নিয়েছি। পুরো সিরিজ জুড়ে নিউজিল্যান্ড ভালো খেলেছে, এটা আমাদের মানতে হবে। ৩ টেস্টের ৬ ইনিংসে কেবল ১টি ফিফটি করেছেন রোহিত। তার অধিনায়কত্ব নিয়েও সমালোচনা হয়েছে এই সিরিজে। এই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি নিজের সেরাটা দিতে পারিনি, সেটা ব্যাট হাতেও। এটা আমার নিজস্ব মত।’ আর নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘আমর প্রতি ম্যাচের পর নিজেদের মধ্যে কথা বলতাম। আমরা এটাকে (ফর্ম) ধরে রাখতে চেয়েছি এবং মুম্বাইয়ে সেটা শেষ করতে পারলাম। যেখানে একদমই ভিন্ন সারফেস আর এটা ব্যাটিং ও বোলিংয়ে আরও বেশি চ্যালেঞ্জিং ছিল।  হ্যাঁ আমরা দারুণ খুশি। প্রত্যেক মাঠের সঙ্গে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে বেশি তৃপ্তিদায়ক।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status