বিনোদন
‘চক্র’র নতুন সিজনের ঘোষণা
স্টাফ রিপোর্টার
২ নভেম্বর ২০২৪, শনিবার১৬ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ জন সদস্যের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয় ওয়েব সিরিজ ‘চক্র’। গেল মাসে ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে মুক্তি পায় সিরিজটি। ভিকি জাহেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। সত্য ঘটনা অবলম্বে নির্মিত লোমহর্ষক গল্পের এই সিরিজটি মুক্তির পর বেশ দর্শকপ্রিয়তা পায়। সাফল্যের ধারাবাহিকতায় এবার আসতে যাচ্ছে ‘চক্র-২’। প্রমোশন পার্টনার হাভাস মিডিয়াতে বৃহস্পতিবার রাতে ‘চক্র’ টিম কেক কেটে সাকসেস উদ্যাপন করে এবং ‘সিজন ২’
নির্মাণের ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ভিকি জাহেদ, তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, এ কে আজাদ সেতু, শাহেদ আলীসহ সিরিজটির সঙ্গে জড়িত শিল্পী কলাকুশলীরা। জানা যায়, নতুন বছরের মার্চ-এপ্রিল নাগাদ মুক্তি পাবে ‘চক্র-২’। তিনি বলেন, ‘সিজন ২’ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে এবং গল্পটা যেখানে রয়েছে সেখান থেকে নতুন সিজন আসবে। প্রথম সিজনে ২০ পর্ব হলেও সম্পূর্ণ গল্প দেখানো যায়নি। কারণ প্লট অনেক বিস্তৃত। পরের গল্পটি আমার মাথায় রয়েছে। যেটি সাত পর্বের সিরিজ হিসেবে আসবে।