ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

বাড়ি ফেরা চ্যাম্পিয়নদের উষ্ণ অভ্যর্থনা

সামন হোসেন
১ নভেম্বর ২০২৪, শুক্রবারmzamin

সাফে প্রথমবার শিরোপা জেতার পর মাঝের বছর নানা চড়াই-উৎরাইয়ের মধ্যে পার করেছে এদেশের নারী ফুটবল। চাকরি ছেড়েছেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। অভিমানে ফুটবল ছেড়ে পুরোদস্তুর সংসারী হয়েছেন গত আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সিরাত জাহান স্বপ্না। বিদেশ খেলতে যেতে না দেয়ায় ফুটবল ছেড়ে চীনে পাড়ি জমিয়েছেন ডিফেন্ডার আঁখি খাতুন। অর্থ সংকটে এই মেয়েদের মিয়ানমারে অলিম্পিকের বাছাই পর্ব খেলতে পাঠায়নি বাফুফে। একই কারণে সাফের আগে প্রস্তুতি ম্যাচেরও ব্যবস্থা করেনি তারা। মেয়েদের বেতনও ছিল অনিয়মিত। এতসব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে বীরের বেশে দেশে ফিরেছে। এই মেয়েদের সঙ্গে সামনের দিনগুলোতে পাশে থাকার কথা দিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আাসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গতকাল বিকাল ৪টার দিকে তারা ছাদখোলা বাসে করে বিমানবন্দরের টার্মিনাল থেকে বের হওয়ার পর ‘বাংলাদেশ, বাংলাদেশ; চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ স্লোগান দিয়ে তাদের স্বাগত জানায় উচ্ছ্বসিত জনতা। বিজয়ী মেয়েদের স্বাগত জানাতে বিমানবন্দরের সামনের সড়কে জড়ো হয়েছিলেন কয়েকশ’ মানুষ। হাত নেড়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। কেউ কেউ ছবিও তোলেন। সমর্থকরা লাল আর সবুজ রঙ ছুড়ে হল্লা করেন। নিচ থেকে ছুড়ে দেন ফুল। ছাদখোলা বাস থেকে ঋতুপর্ণা, সাবিনা, মনিকারাও পতাকা নেড়ে সাড়া দেন। বিমানবন্দরে তাদের বরণ করে নিতে এসেছিল ‘আল্ট্রাস’ নামে একটি সংগঠন। ফুটবল অন্তঃপ্রাণ কয়েকজন তরুণের সংগঠন এটি। বিমানবন্দরের সামনের সড়কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে আসেন দলটির কর্মী-সমর্থকরা। সেখানে আসা অমি নামের একজন বলেন, ‘আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে এসেছি। নারী দলের এই বিজয়ে আমরা তথা পুরো দেশ গর্বিত।’ দুই বছর আগে গোলাম রব্বানী ছোটনের হাত ধরে এ মাঠেই নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবার এই শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এ বছর পিটার জেম্‌স বাটলারের অধীনে ফের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। তাদের ছাদখোলা বাসে তাই অবশ্যম্ভাবীভাবেই ছিলেন কোচ। দুই বছর আগে ২০২২ সালেও সাফের শিরোপা জেতার পর ছাদখোলা বাসে নারী ফুটবলারদের অভ্যর্থনা জানিয়েছিল বাংলাদেশ। গতকাল বিকাল সাড়ে ৪টায় বিমানবন্দর থেকে চ্যাম্পিয়ন মেয়েদের বাসটি বের হয়ে যায়। এরপর তাদের নিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠে ছাদখোলা বাসটি। এফডিসি মোড়ে নেমে সাত রাস্তার মোড় হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে কাকরাইল হয়ে যায় পল্টনে। এরপর নটর ডেম কলেজের সামনে দিয়ে শাপলা চত্বর পার হয়ে সাবিনা-ঋতুপর্ণারা সন্ধ্যায় পৌঁছান বাফুফে ভবনে। তবে সেখানে ছিলেন না বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, যিনি এই মুহূর্তে আছেন দক্ষিণ কোরিয়াতে। এএফসি কংগ্রেসে অংশ নিতে তার সঙ্গী নারী ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। যিনি নিজেকে বড় সংগঠক ভাবেন, সেই কিরণ ২৬শে অক্টোবর বাফুফে নির্বাচন শেষ করে পরদিন কোরিয়ার বিমান ধরেন। মেয়েরা যেমনই থাকুক, ফুটবলের যে হালই হোক, কখনো তার ফিফা-এএফসি সফর থামেনি। যারা এসব মেয়েকে ব্যবহার করে আজ দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। বেতন বকেয়া রাখছেন মাসের পর মাস তারাই হয়তো দুইদিন পরে মেয়েদের নিয়ে সামনে আসবেন। সংবর্ধনায় সামনের চেয়ারে বসে ভাগিদার হতে চাইবেন এই শিরোপার। যদিও সেটা সামনে হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল মেয়েদের অভিভাবক বাফুফে সভাপতি কিংবা মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ উপস্থিত না থাকলেও ক্রীড়া উপদেষ্টা বাফুফে ভবনে হাজির হয়ে বিজয়ী মেয়েদের বরণ করেন। কথা বলেছেন বিজয়ীদের সঙ্গে। কথা দিয়েছেন সামনের দিনে সকল বৈষম্য দূর করে নারী ফুটবলের অগ্রযাত্রায় শামিল হবে তার অন্তর্বর্তীকালীন সরকার। তারই ধারাবাহিকতায় এক কোটি টাকা অর্থ পুরস্কারের চেক তিনি তুলে দেন মেয়েদের হাতে। সেখানে আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, গতকাল বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে ব্যাক টু ব্যাক নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দেশে ফেরার পর তাদের সংবর্ধনা জানাতে আমি বাফুফেতে এসেছি। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আগামী শনিবার  বেলা ১১টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত করেছেন। মেয়েরা সেদিন স্যারের সঙ্গে দেখা করবেন। নারী ফুটবল দলের এই জাতীয় অর্জন, আন্তর্জাতিক অর্জন এবং জাতিকে এমন সুন্দর একটা বিজয় উপহার দেয়ার জন্য আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছি এবং একই সঙ্গে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডও একটা পুরস্কার (২০ লাখ টাকা) ঘোষণা করেছে তাদের জন্য।’  বাফুফের সঙ্গে অন্য ক্রীড়া ফেডারেশনের দূরত্ব নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক। আমি দায়িত্ব নেয়ার পর দেখলাম যে, বাফুফের বাজেট মন্ত্রণালয় আটকে রেখেছিল এবং বাফুফের সঙ্গে মন্ত্রণালয় কিংবা বিসিবি’র যে সাপে-নেউলে সম্পর্ক, স্পোর্টসে তো এ রকম হওয়া উচিত না। এখানে কোনো রাজনীতি হওয়া উচিত না। স্পোর্টসকে একটা ইউনিফাইড জায়গা থেকে দেখতে হবে। আশা করি আমাদের সরকার সেটা করে যাবে।’ অনেক পরিবর্তন এসেছে বাফুফেতে, এখন মেয়েদের ভাগ্য ফিরলেই হলো। 
 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status