প্রথম পাতা
আগে ছাত্র সংসদ, পরে অন্য নির্বাচন
স্টাফ রিপোর্টার
১ নভেম্বর ২০২৪, শুক্রবারজাতীয় ও স্থানীয় নির্বাচন করার আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ কার্যকর করার পক্ষে ছাত্র আন্দোলনের নেতারা। এ নিয়ে সরকারের সঙ্গে কাজও করছেন তারা। অচলায়তন ভেঙে ছাত্র সংসদ কার্যকর হলে শিক্ষাঙ্গণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরবে বলে মনে করেন ছাত্রনেতারা। ছাত্র সংসদ কার্যকর না থাকায় নিজেদের দাবি-দাওয়ার বিষয় তুলে ধরার মতো শক্তিশালী প্ল্যাটফরম ছিল না এতদিন। আবার ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের ওপর নানা ধরনের নির্যাতন নিপীড়ন চালাতো। হল দখল, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি, মাদকের কারণে বিশ্ববিদ্যালয়গুলোকে অপরাধের স্বর্গরাজ্যে রূপ দিয়েছিল তারা। তবে দৃশ্যপট পরিবর্তন হয়েছে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর। এখন ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনের একচ্ছত্র আধিপত্য নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা। এমতাবস্থায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরেছে ক্যাম্পাসগুলোতে। গত বুধবার সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, যেকোনো জাতীয় বা অন্য কোনো নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করবে। ছাত্রদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়া হচ্ছে আমাদের সর্বপ্রথম কর্তব্য। আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করবে, যেকোনো জাতীয় বা অন্য কোন নির্বাচনের আগে। তিনি বলেন, ছাত্ররা দেশের ভালো চায় এবং দেশকে পুনর্গঠন করতে চায় এজন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা তারা কামনা করছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতি সংস্কার করার দাবি প্রবলভাবে উঠেছে। কিন্তু কোনো রাজনৈতিক দলই সেটি অ্যাড্রেস করছে না। তিনি বলেন, জাতীয় নির্বাচনের কথা রাজনৈতিক দলগুলো যতবার বলেছে, ছাত্র সংসদ নির্বাচনের কথা তারা একবারের জন্যও বলিনি। তিনি আরও বলেন, আন্দোলনটা কিন্তু ছাত্ররা শুরু করেছিল, বিশ্ববিদ্যালয়গুলো শুরু করেছিল। ফলে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আমাদের ভাবনা কী, রাজনৈতিক দলগুলোর ভাবনা কী; সেই কথা কিন্তু কেউ বলছে না। ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে। মূলত ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই ছাত্র আন্দোলনকে কার্যকরের আলোচনা চলছে। বর্তমান অন্তর্বর্তী সরকারেও ছাত্রদের প্রভাব রয়েছে। সরকারও চায় ছাত্র সংসদ কার্যকর হোক। সরকার গঠনের পর ছাত্রদের সঙ্গে প্রধান উপদেষ্টার এক বৈঠকেও বিষয়টি উঠে আসে। সেখানে ছাত্ররা ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে সরকারের মনোভাব জানতে চান। এ সময় শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয় সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর নতুন প্রশাসনকে ছাত্র সংসদ কার্যকর করার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। প্রায় তিন দশক পর ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আখতারুজ্জামানের প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন দেয়। এরপর আবার অচলায়তন শুরু হয় ছাত্র সংসদ নিয়ে। আজ পর্যন্ত আর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এ ছাড়াও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজেও একই অবস্থা। সেখানে নির্বাচন নেই কয়েক দশক ধরে। তবে নতুন বাংলাদেশে ছাত্র সংসদ কার্যকরের দাবি জোরালো হচ্ছে। দলীয় লেজুড়ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা। সেই ক্ষেত্রে ছাত্র সংসদ কার্যকর হওয়াকেই একমাত্র সমাধান মনে করছেন শিক্ষার্থীরা। সরকারও ছাত্র সংসদ কার্যকর করতে আগ্রহী। এমতাবস্থায় ছাত্র আন্দোলন থেকে আসা সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি জানান, সরকার জাতীয় ও অন্য কোনো নির্বাচনের আগে ছাত্র সংসদ কার্যকর করবে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও বিভিন্ন সভা-সমাবেশে ছাত্র সংসদ নির্বাচনের দাবি গুরুত্ব পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ সম্প্রতি একটি জরিপ চালায় ছাত্ররাজনীতি নিয়ে। সেখানে ৯৬ শতাংশ শিক্ষার্থী মনে করে দলীয় ছাত্ররাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে ৮৩ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় ছাত্ররাজনীতিকে ‘একেবারেই নিষিদ্ধ’রূপে প্রত্যাশা করেছেন। সংস্কারকৃতরূপে বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি প্রত্যাশা করেছেন মাত্র ১৬ শতাংশ শিক্ষার্থী। জরিপের ফলাফলের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ ৪টি সুপারিশ করে। যেখানে ডাকসু পুনরুজ্জীবিত ও সংস্কারেরও সুপারিশ করা হয়। শিক্ষার্থীরা মনে করে, ছাত্র সংসদ কার্যকর হলে তাদের অধিকার নিশ্চিত হবে। তাই এটি কার্যকরই একমাত্র পথ। এদিকে ২৯শে অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি বন্ধ করার দাবি ওঠে। সেখানে শিক্ষার্থীদের জন্য নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন করার পরামর্শ দেয়া হয়।
প্রথমেই স্থানীয় নির্বাচন গুলো করতে হবে।
সংস্কারের জন্য আওয়ামী সরকারের পতন করানো হয়েছে নির্বাচনের জন্য নয়। তাই আগে সংস্কার পরে নির্বাচন।
সবার আগে দরকার ছাত্রসংসদ নির্বাচন কারণ বিএনপি সহ অনেক রাজনীতি দল পরে বিরোধিতা করতে পারে। এমন হতে পারে তারা অতীত ক্ষমতাসীন দলের পদাঙ্ক অণুসরন করতেপারে।
উন্নত বিশ্বের মতো ৯০% ক্লাসে উপস্থিত না থাকলে সাবজেক্টে ফেইল আর ফেইল করলে হলের সিট্ বরাদ্ধ বাতিল এই নিয়ম করলে রাজনীতি করা ছাত্রগুলি ক্লাসে উপস্থিত থাকবে আর ক্যাম্পাসে রাজনীতি করে বেড়াবার সময় কম পাবে।
বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ নির্বাচন চালু করা হোক।
বুঝলাম না জাতীয় নির্বাচনের সাথে ছাত্র সংসদ নির্বাচনের কি সম্পর্ক? ছাত্র সংসদের নির্বাচন যেকোন সময় হতে পারে। বিগত ১৪,১৮ ও ২৪ এর জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জাতীয় নির্বাচনের সাথে ছাত্র সংসদের নির্বাচনের তুলনা করা করা কি ঠিক?
জাতীয় নির্বাচনের সাথে ছাত্র সংসদ নির্বাচনের সম্পর্ক কি? ছাত্র সংসদ নির্বাচন কি ইলেকশন কমিশনের অধীনে হবে?
সবার আগে দরকার ছাত্রসংসদ নির্বাচন
ঠিক বলেছেন।সবার আগে দরকার ছাত্রসংসদ নির্বাচন--- কিন্তু বিএনপি তো যথারীতি বিরোধিতা করবেই।।
জাতীয় নির্বাচনের সাথে ছাত্র সংসদ নির্বাচনের সম্পর্ক কি?
ভালো উদ্যোগ। বাস্তবায়নের জন্য জোর দেয়া উচিত।
নতুন স্বাধীনতা যুদ্ধে কত জন ছাত্র শহীদ হয়েছেন ? আর কত জন জনতা শহীদ হয়েছেন তা দয়া করে জানাবেন। জনতার দাবী দ্রুত সময়ে সুষ্ঠ জাতীয় নির্বাচনের আয়োজন করা ।