খেলা
দ্বিতীয় দিন শেষ, রান পাহাড়ের নীচে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৫৯ অপরাহ্ন
৩৬ রানে ৪ উইকেট নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। এখনও পিছিয়ে ৫৪১ রানে।
নাইটওয়াচম্যান হাসানও টিকলেন না!
শেষ বেলা কাটিয়ে দিতে পাঠানো হয়েছিল নাইটওয়াচম্যান হাসান মাহমুদকে। কিন্তু কেশব মহারাজের দারুণ এক ডেলিভারিতে ফিরে গেলেন তিনি। ৩২ রানে ৪ উইকেট হারালো বাংলাদেশ।
এবার জয়, বিশ্রী ব্যাটিং চলছে চট্টগ্রামে
ফ্ল্যাট উইকেটেও বাংলাদেশের ব্যাটারদের বিশ্রী ব্যাটিং বজায় আছে। ২৯ রানেই হারালো ৩ উইকেট, এবার বাইরের বল ড্রাইভ করতে গিয়ে ফিরলেন মাহমুদুল হাসান জয়।
এবার রিভিউ নষ্ট করে আউট হলেন জাকির
বল কিপারের গ্লাভসে জমা হতেই ফিল্ডারদের আবেদন, দেরী না করেই সাড়া দিলেন আম্পায়ার। তবে জাকির রিভিউ নিলেন। দেখা গেলো আউট তো হলেন বটেই, আবার রিভিউও নষ্ট করে গেলেন।
প্রথম ওভারেই আউট সাদমান
ইনিংস শুরু করার আগেই বাংলাদেশের স্কোরবোর্ডে জমা ছিল ৫ রান। ১৪৪তম ওভারে মুথুসামি পিচের মাঝ দিয়ে দৌড়ানোয় ৫ রান পেনাল্টি করা হয় দক্ষিণ আফ্রিকাকে। এ কারণে এই রান পায় টাইগাররা। এরপর এক্সট্রা আরও ৫ রান হয়। প্রথম বলেই তাই বাংলাদেশের রান ছিল ১০। ওই ওভারেই ফিরে যান সাদমান ইসলাম।
মুল্ডারের সেঞ্চুরি, ইনিংস ঘোষণা করলো আফ্রিকা
মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক অ্যাইডেন মারক্রাম। ছক্কা মেরে মুল্ডার সেঞ্চুরি পূর্ণ করতেই ঘোষণা দিলেন ডিক্লেয়ারের। প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া মুল্ডার অপরাজিত রইলেন ১০৫ রানে। ৬ উইকেট হারিয়ে ৫৭৭ রানে থামলো দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে তাইজুল ৫ আর নাহিদ রানা নেন ১ উইকেট।
চা পানের বিরতি, আফ্রিকা ৫২৭/৬
চট্টগ্রামে চা পানের বিরতি দেওয়া হয়েছে। এর আগে ৬ উইকেট হারিয়ে ৫২৭ রান তুলেছে তারা।
৫০০ পেরিয়ে আরও উপরে উঠছে আফ্রিকার রান পাহাড়
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সংগ্রহ ৫০০ পেরিয়েছে। মুল্ডার আর মুথুসামি মিলে ঝড় তুলেছেন চট্টগ্রামে। ৬ উইকেট হারিয়ে আফ্রিকার সংগ্রহ ৫১৬ রান। মুল্ডার ৭০ আর মুথুসামি ব্যাটিং করছেন ৪৪ রানে।
বাংলাদেশকে ভোগাচ্ছেন মুল্ডার
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ভেরেইনার সঙ্গে জুটিতে দারুণ অবদান রাখেন মুল্ডার। চট্টগ্রাম টেস্টেও ভোগাচ্ছেন তিনি। আজ সকালে ৩ উইকেট তুললেও এখন মুল্ডারের ব্যাটেই এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেট হারিয়ে আফ্রিকার সংগ্রহ ৪৬৪ রান।
প্রথম সেশনে দাপট বাংলাদেশের, লাঞ্চে দুই দল
প্রথম দিনের তুলনায় আজ প্রথম সেশনটা ভালো করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট তুলে লাঞ্চে গেছে টাইগাররা।
তাইজুলের ফাইফার
তাইজুলের ভেলকি চলছেই। গতকাল ২ উইকেট পাওয়া এই বাহাতি আজ হাফ সেশনেই তুলে নিয়েছেন ৩ উইকেট। টেস্টে এটা তার ১৪তম ফাইফার। ৫ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ৩৯১ রান।
অবশেষে জর্জিকে থামালেন তাইজুল
ফিফটি, সেঞ্চুরি, দেড়শ..প্রোটিয়া ওপেনার টনি ডি জর্জিকে যেন থামানোই যাচ্ছিল না। তবে তাকে ডাবল সেঞ্চুরির আগেই থামিয়ে দিলেন তাইজুল ইসমাম। ফেরার আগে ১৭৭ রান করেন জর্জি। ৪ উইকেট হারিয়ে আফ্রিকার সংগ্রহ ৩৯১ রান।
আবারও ত্রাতা তাইজুল, এবার ফেরালেন বেডিংহামকে
আজ দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তুলছে দক্ষিণ আফ্রিকা। তবে এবার বেডিংহামকে ফিরিয়ে কিছুটা স্বস্তি আনলেন তাইজুল ইসলাম। আগের দুটি উইকেটও শিকার তার। বেডিংহাম করেন ৫৯ রান। ৩ উইকেট হারিয়ে আফ্রিকার সংগ্রহ ৩৮৬ রান।
উইকেটের খোঁজে দ্বিতীয় দিন শুরু করলো বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু হয়েছে। ৩০৭/২ নিয়ে শুরু করা দক্ষিণ আফ্রিকা এগোচ্ছে বড় সংগ্রহের দিকে। আর বাংলাদেশের লক্ষ্য দ্রুত তাদের গুটিয়ে দেওয়া।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস খেলতে হবে না