ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

শেষের পাতা

নোয়াখালীতে ঘর থেকে তুলে নিয়ে মা-মেয়েকে গণধর্ষণ, আটক ২

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২৮ অক্টোবর ২০২৪, সোমবার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক গৃহবধূ ও তার মেয়েকে গণধর্ষণের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। এর আগে উপজেলার চর এলাহী ইউনিয়নের দুর্গম চরে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো- হাসান (৩৬) ও হারুন (৩২)। তারা ওই ইউনিয়নের বাসিন্দা।  

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এক দূর সম্পর্কের দেবর প্রায়ই ভুক্তভোগীর বাড়িতে আসা-যাওয়া করতেন। এ নিয়ে স্থানীয় রাশেদ, সাইফুল, হাসান, হারুন, রাজু ও ইব্রাহিম তাদের মা-মেয়েকে সন্দেহ করতো। শনিবার রাত ১১টার দিকে তারা ভুক্তভোগী নারীর বাড়িতে ঢুকে। একপর্যায়ে তারা ঘরের দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা ওই নারীর দূর সম্পর্কের দেবর (২১)কে বেঁধে তাকে ও তার মেয়ে (২০)কে ঘর থেকে বাইরে নিয়ে যায়। ভুক্তভোগী অভিযোগ করে বলেন, যুবকদের মধ্যে ৩ জন তাকে টেনে হিঁচড়ে বাড়ির পুকুর পাড়ে নিয়ে যায়। অন্যরা তার মেয়েকে বসতঘরের পাশের রান্নাঘরের সামনে নিয়ে যায়। সেখানে রাত তিনটা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। যাওয়ার সময় টাকা পয়সাসহ ঘরের জিনিসপত্রও লুট করে নিয়ে যায়। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে যায়। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম মানবজমিনকে বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে আটক করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
 

পাঠকের মতামত

এই ধরনের কুত্তা গুলিকে মৃত্যু দন্ড দেয়া দরকার।

আজিজুল
২৮ অক্টোবর ২০২৪, সোমবার, ৪:৪৭ অপরাহ্ন

অভিযুক্তদের ছবি প্রচার করা হোক।

Md. Fariqul islam
২৮ অক্টোবর ২০২৪, সোমবার, ১২:৪৮ অপরাহ্ন

পুলিশএর আটক করা কুলাংগার দুইটার ছবি দিলে ভালো হয়তো, সবাই চিনে রাখতো।

Zahur
২৮ অক্টোবর ২০২৪, সোমবার, ১১:৪০ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status