অনলাইন
'ফ্যাসিস্ট বিচারকদের' পদত্যাগের দাবিতে
শিক্ষার্থীদের হাইকোর্ট ঘেরাও, আইনজীবীদের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:০৫ অপরাহ্ন

হাইকোর্ট বিভাগের আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করছে। অন্যদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ। বুধবার বেলা পৌনে ১২টার দিকে হাইকোর্ট ঘেরাও করেন শিক্ষার্থীরা। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে অবস্থান নিয়ে আইনজীবীরা বিক্ষোভ করছেন।
এর আগে বুধবার সকাল সাড়ে ১০টা থেকেই রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান নেন। হাইকোর্ট ঘেরাও করে শিক্ষার্থীরা ‘দিয়েছি তো রক্ত- আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়- ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা- ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই- খুনি হাসিনার ফাঁসি চাই’- ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

এদিকে বিক্ষোভকারী আইনজীবীরা বলছেন, রাষ্ট্রের ভঙ্গুর অবস্থার জন্য দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিরাও দায়ী। তারা তাদের স্বেচ্ছায় সরে যাওয়ার সুযোগ দিয়েছিলেন। কিন্তু তারা তা করেননি। আওয়ামী ফ্যাসিস্টদের দোসর বিচারপতিরা পদত্যাগ না করা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। বিক্ষোভকালে আইনজীবীদের স্লোগান ছিল ‘আইনজীবী-জনতা, গড়ে তোলো একতা’, ‘দফা এক দাবি এক, দলবাজদের পদত্যাগ’, ‘ফ্যাসিস্টদের প্রেতাত্মারা, হুঁশিয়ার সাবধান’।
পাঠকের মতামত
প্রত্যেকটি জায়গা থেকে ফ্যাসিবাদের উপস্থিতি উৎখাত করা আবশ্যক। নতুবা, এরা ষড়যন্ত্র করা থেকে এক মুহূর্ত ও অবকাশ দিবেনা।
Absolute .
tik ase.
একমত
Agreed.
সময়ের সঠিক সিদ্ধান্ত। ১০০% ফ্যাসিবাদের বিদায় চাই।
স্বৈরাচারের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও।
সমর্থন অবিরত।