শিক্ষাঙ্গন
অপরাধ করে রাজনৈতিক পরিচয়ে মুক্তি পাওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ২৪ জুলাই ২০২২, রবিবার, ৬:০১ অপরাহ্ন

নারী নির্যাতনকারীর যে পরিচয়ই থাকুক, তাকে অবশ্যই, অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, কেউ যদি বিশেষ রাজনৈতিক পরিচয়, গোষ্ঠীগত পরিচয় বা অন্য কোনো পরিচয় বা আশ্রয় নিয়ে নারী নির্যাতন বা সাম্প্রদায়িকতার কোনো ধরনের অপরাধের দায় থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে সেটি কখনোই হতে দেয়া হবে না।
আজ রোববার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) উত্তরা ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠানে তিনি আরও বলেন, শেখ হাসিনার কাছে দলীয় বা ধর্মীয় গুরুত্ব নয়, তার কাছে যে অপরাধ করে সে অপরাধীই। আমরা সবাই যেন সেটি মনে রাখি। বিদ্যুৎ নিয়ে অপপ্রচার আছে, সেগুলোতে কেউ কান দেবেন না। আমাদের সাশ্রয়ী হতে হবে, যাতে সামনে কঠিন দিন আসলেও সমস্যায় না পড়ি। অর্থনৈতিকভাবে আমরা এখনো স্বস্তিপূর্ণ জায়গায় আছি।
দীপু মনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের অনেক চ্যালেঞ্জ রয়েছে। একই সঙ্গে আমাদের অন্যান্য দিকও দেখতে হবে। শিল্পবিপ্লব যখন আসে, তখন তার সঙ্গে একটা শোষণেরও সম্পর্ক থাকে। শোষণের মাধ্যমে ধনী দেশের সঙ্গে বৈষম্য যেন বেড়ে না যায়। আমাদের নিজেদের তেমনভাবে তৈরি করতে হবে। যে বৈষম্য আছে, তা যেন আর না বাড়ে, বরং তাকে আমরা দূর করতে পারি। নতুন করে যেন কোনো বৈষম্য তৈরি না হয়।
নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের পাইলটিং চলছে। এর ফলাফল খুব আশাব্যঞ্জক। শিক্ষার্থীরা আনন্দের মধ্য দিয়ে শিখবে। প্রশ্ন করবে। কিন্তু সমাজে প্রশ্ন করাকে নিরুৎসাসাহিত করি। আমরা একদিকে সমাজে গণতন্ত্রের কথা বলি, অন্যদিকে শিশুদের শৈশব থেকে প্রশ্ন করাকে নিরুৎসাহিত করি। এজন্য আমাদের চিন্তার জগতে পরিবর্তন আনতে হবে।
সমাবর্তন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তার বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। আরও বক্তব্য দেন উত্তরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম আজিজুর রহমান ও প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা। শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান প্রক্রিয়া পরিচালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ আলী।