বিশ্বজমিন
হাইপ্রোফাইল মামলার পুনঃতদন্তের নির্দেশ শ্রীলঙ্কায়
মানবজমিন ডেস্ক
(৮ মাস আগে) ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ৮:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন

বেশ কিছু হাইপ্রোফাইল মামলার পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার নতুন সরকার। এর মধ্যে রয়েছে ২০১৯ সালে ইস্টার সানডের সন্ত্রাসী হামলা, ২০০৫ সালে তামিল সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সাংবাদিক হত্যা মামলা। গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয় বর্তমান ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পাওয়ার। তারা অতীতের যেসব মামলার সমাধান হয়নি, তা আবার তদন্তের নির্দেশ দিয়েছে। এসব মামলার তদন্তে কোনো গাফিলতি আছে কিনা তা তদন্ত করা হবে। এরই মধ্যে ব্যবস্থা নিয়েছেন জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়। তারা এরই মধ্যে পুলিশের ভারপ্রাপ্ত প্রধানকে এ নির্দেশ দিয়েছে। পুলিশ মুখপাত্র নিহাল থালদুয়া এ কথা জানিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।