বিনোদন
পরীমনির উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার
১৪ অক্টোবর ২০২৪, সোমবারদেশের পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। খুব শিগগিরই মুক্তি পাবে যার অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’। এদিকে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসব। পূজা ঘিরে নানা আয়োজন হচ্ছে বিভিন্ন পূজামণ্ডপে। ভারতে দুর্গাপূজা সবচেয়ে বেশি উৎসবমুখর ও মিলনমেলায় পরিণত হয়। এবার সেই দুর্গা উৎসবে স্থান পেয়েছে পরীমনির সিনেমার পোস্টার। কলকাতার একটি মন্দিরের গেট সাজানো হয়েছে ‘ফেলুবক্সী’র পোস্টার দিয়ে। সোশ্যাল মিডিয়ায় সেই জায়গার একটি ছবি শেয়ার করে পরীমনি লিখেন, শিগগিরই আসছে লাবণ্য। দেবরাজ সিনহার ‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমনি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। এতে তার সহশিল্পী টালিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। এতে আরও অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার। সিনেমাটি পূজার পর মুক্তির কথা রয়েছে। উচ্ছ্বসিত পরিমনি বলেন, খুব ভালো লাগছে কলকাতার বিভিন্ন স্থানে নিজ অভিনীত সিনেমার পোস্টারে ছেয়ে গেছে। তাও যখন দুর্গাপূজার মতো বড় উৎসব চলছে সে সময়। কলকাতায় এটি আমার প্রথম সিনেমা। তাই ভালোলাগাটাও বেড়েছে দ্বিগুণ। এদিকে এ সিনেমার বাইরেও পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’ চলতি অক্টোবরেই মুক্তি পেতে যাচ্ছে ভারতের ওটিটি প্ল্যাটফরম হইচইতে।