ঢাকা, ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

ভ্যান ডাইকের প্রথম লাল কার্ড, এবং...

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, রবিবারmzamin

নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে দীর্ঘ পথচলায় লাল কার্ড পাওয়ার অভিজ্ঞতা ছিল না ভার্জিল ভ্যান ডাইকের। গর্বের সেই জায়গাটি আর অক্ষত রইলো না ডাচ ডিফেন্ডারের। সেই তেতো স্বাদ তিনি পেয়েই গেলেন। তবে রেফারির সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন। বিশেষ করে, দুই হলুদ কার্ডের প্রথমটি তিনি মানতে পারছেন না। উয়েফা নেশন্স লীগে শুক্রবার বুদাপেস্টে হাঙ্গেরির সঙ্গে ১-১ গোলে ড্র করে নেদারল্যান্ডস। ম্যাচে লাল কার্ড দেখেন ডাচ অধিনায়ক ভ্যান ডাইক। জাতীয় দলের জার্সিতে ৭৭ ম্যাচ খেলে প্রথমবার এভাবে মাঠ ছাড়ার অভিজ্ঞতা হলো তার।
৩২তম মিনিটে গোল করে এগিয়ে যায় হাঙ্গেরি। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুই দফায় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ভ্যান ডাইক। পরে ১০ জন নিয়েও তারা সমতায় ফেরে ৮৩তম মিনিটে। লিভারপুল ডিফেন্ডারকে প্রথম হলুদ কার্ড দেখানো হয় রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায়। সতীর্থ দনিয়েল মালেনকে ফেলে দেওয়ার পর রেফারির দিকে এগিয়ে গিয়ে কিছু বলেন ভ্যান ডাইক। পরেরটি ছিল ফাউলের জন্য, যেটি নিয়ে সংশয়ের অবকাশ নেই।
ম্যাচ শেষে ইএসপিএন নেদারল্যান্ডসকে ভ্যান ডাইক বলেন, তার আপত্তি প্রথম হলুদ কার্ডটি নিয়েই। ৩৩ বছর বয়সী ডাচ ডিফেন্ডার বলেন ‘এই লাল কার্ড কোনো কাজের নয়, কোনোভাবেই হওয়া উচিত হয়নি। আমি ক্ষুব্ধ বিশেষ করে প্রথম হলুদ কার্ডটি নিয়ে। তারা বলেন যে, কেবলমাত্র অধিনায়ক গিয়ে রেফারির সঙ্গে কথা বলতে পারবেন। আমি তার (রেফারি) দিকে এগিয়ে যাই। পরিস্থিতি ছিল উত্তেজনাময়। তবে মোটেও বাজেভাবে কিছু বলিনি আমি, একদমই না। খুবই শ্রদ্ধাশীল ছিলাম। অধিনায়কও যদি কিছু বলতে না পারে- তাহলে তো কাজটা খুবই কঠিন।’ ভ্যান ডাইকের লাল কার্ডে বিরক্ত কোচ রোনাল্ড কোম্যানও। ৬১ বছর বয়সী ডাচ কোচ বলেন, ‘ওই মুহূর্তটি ছিল হতাশাজনক। আমার মাথায় তো কোনোভাবেই ঢুকছে না। আমরা তো সবাই একমত হয়েছিলাম যে, অধিনায়ক গিয়ে রেফারির সঙ্গে কথা বলতে পারবেন।’
পিছিয়ে পড়ার পর ১০ জন নিয়েও সমতা ফেরাতে পারায় অবশ্য সন্তুষ্ট ডাচ কোচ। কোম্যান বলেন, ‘কোনো অবস্থাতেই আমরা হার মানতে প্রস্তুত ছিলাম না। ওয়ান-অন-ওয়ান খেলে আমরা সমতা ফিরিয়েছি। এরপর তারা বিপজ্জনক কিছু আক্রমণ করেছে, তবে আমরা খুব ভালোভাবে রক্ষণ সামলাতে পেরেছি। যেভাবে ম্যাচ শেষ করতে পেরেছি আমরা, তাতে স্বস্তির অনুভূতিই পাচ্ছি।’
পরের ম্যাচে সোমবার রাতে ডাচদের প্রতিপক্ষ জার্মানি। এমন বড় ম্যাচে অধিনায়ক ও রক্ষণভাগের বড় ভরসাকে ছাড়াই খেলতে হবে ডাচদের।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status