বিনোদন
চমকে দিলেন ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, রবিবারদীর্ঘদিন থেকে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চনে সম্পর্ক নিয়ে বেশ আলোচনা চলছে। অনেকের ধারণা বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন এই জুটি। এমনকি অনুরাগীদের অনেকেই ভেবেছিলেন, অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ জল্পনার মাঝে শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গেও কোনো সম্পর্ক নেই অভিনেত্রীর। তবে শুক্রবার অমিতাভের জন্মদিনে সকলের ধারণা পাল্টে দিলেন ঐশ্বরিয়া। সারাদিন একটা দিকেই ছিল সকলের চোখ- কখন অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেবেন ঐশ্বরিয়া। অবশেষে জন্মদিনের শেষ বেলায় পুত্রবধূর কাছ থেকে শুভেচ্ছা পেলেন অমিতাভ। এতে অনুরাগীরাও বেশ চমকে যান। যেহেতু অভিষেক আর ঐশ্বরিয়ার মধ্যে বিচ্ছেদের জল্পনা চলছে। এদিন সামাজিক মাধ্যমে মেয়ে আরাধ্যা ও অমিতাভের ছবি পোস্ট করে বচ্চনের পুত্রবধূ লেখেন, শুভ জন্মদিন পা-দাদাজি। ভগবান তোমার মঙ্গল করুন। সেই পোস্টে অনুরাগীরা অভিষেক-ঐশ্বরিয়ার বিষয়টা তুলে ধরে বিভিন্ন মন্তব্য করেন। কেউ কেউ লিখেন এটারই অপেক্ষায় ছিলাম, আশা করি সব অন্ধকার কেটে যাবে বচ্চন-অ্যাশের। প্রসঙ্গত, কয়েক মাস থেকে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে জুনিয়র বচ্চনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হতে চলেছে অভিনেত্রীর।