খেলা
সরাসরি
রিয়াদের শেষ টি-টোয়েটি, ২৯৭ রানে থামলো ভারত, আইসিসির পূর্ণসদস্য দেশের মধ্যে সর্বোচ্চ
স্পোর্টস ডেস্ক
(৮ মাস আগে) ১২ অক্টোবর ২০২৪, শনিবার, ৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩১ অপরাহ্ন

২৯৭/৬ ভারত
আফগানিস্তানের ২৭৮/৩, আয়ারল্যান্ডের বিপক্ষে। এটাই ছিল এতোদিন পূর্ণসদস্য দেশের মধ্যে সর্বোচ্চ রান। সেই রান টপকে গেল ভারত। ভারতের ইনিংসে ছিল ২২ ছক্কা ও ২৫ চার। মাত্র ৩৮ বলে সেঞ্চুরি করেছেন সঞ্জু স্যামসন। শেষ ৫ ওভারে রানরেট ছিল ১৬.৮০।
২ ওভার করে ৪৬ রান দিয়েছেন রিশাদ। ২ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন শেষ ম্যাচ খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ৪ ওভার বল করে ৬৬ রান দিয়ে ৩ উইকেট নেন তানজিম সাকিব।
২৫৫/৩ (১৭ ওভার)
এবার ফিরলেন সূর্যকুমার যাদব। মাহমুদউল্লাহ রিয়াদের বলে রিশাদ হোসেনের কাছে ক্যাচ দেওয়ার আগে বাংলাদেশের ওপর রীতিমতো তাণ্ডব চালান তিনি। ৫ ছক্কা ৮ চারে ৩৫ বলে করেন ৭৫। মাঠে নেমেছেন রিয়ান পরাগ (৮ বলে ২৫) ও হার্দিক পান্ডিয়া (৯ বলে ২৩)।
ভারতের রানরেট ১৪.৭৩
৪৭ বলে ১১১ করে ফিরলেন সঞ্জু, ভারতের ২০০
ভারত ২১৩/২
ফিরলেন সঞ্জু স্যামসন। ততোক্ষণে রানের পাহাড়ে চাপা বাঘের আর্তনাদ শোনা যাচ্ছে। মুস্তাফিজুর রহমানের বলে মাহেদী হাসানের হাতে ক্যাচ দিয়ে যখন ফিরছেন সঞ্জু। তখন তার নামের পাশে ১১ চার ও ৮ ছক্কার মারে ৪৭ বলে ১১১ রান। অন্যপ্রান্তে থাকা সূর্যকুমার যাদবের ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৭১ রান। মাঠে নেমেছেন রিয়ান পরাগ।
রানরেট ১৪.৩৭
অন্যদিকে বাংলাদেশের মেয়েরা ধুঁকছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। টাইগ্রেসরা ১২ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ৫০।
১৭৭/১ ভারত
৪০ বলেই সেঞ্চুরি সঞ্জুর, রানের পাহাড়ে চাপা বাংলাদেশ
৫৭ বলে ১৫৪ রানের পার্টনারশিপ। যেন রোখার কোনো সাধ্য নেই। মাত্র ৪০ বলেই সঞ্জু স্যামসন তুলে নিয়েছেন সেঞ্চুরি। আর অধিনায়ক সূর্যকুমার যাদব আরেকটু নির্দয় যেন। ২৭ বলে তুলে নিয়েছেন ৬৪ রান।
রানরেট ১৫.৪৮
অন্যদিকে বাংলাদেশের মেয়েরাও ধুঁকছে টি-টোয়েন্টি বিশ^কাপে। ৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগ্রেসরা করেছে ৩৭/২। রানরেট ৪.৫৩।
১১৯/১
৪৩ বলে ১০০ পার করলো ভারত, সঞ্জুর হাফসেঞ্চুরি
চার, ছক্কা। যেন আইপিএলের ম্যাচ। একের পর এক বল আছড়ে পড়ছে গ্যালারিতে। তানজিম হাসান সাকিব উইকেটের পরও মার খাচ্ছেন। রানরেট ১৪.৭১। ভারতের রান ৮.৩ ওভার শেষে ১১৯/১
সঞ্জু স্যামসন ২৫ বলে ৫৯ ও অধিনায়ক সূর্যকুমার যাদব ১৮ বলে ৪২ রানে ব্যাট করছেন। দু’জনের পার্টনারশিপ ৩৯ বলে ৯৬ রানের।
অন্যদিকে বাংলাদেশের মেয়েরা টি-টোয়েন্টি বিশ^কাপে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছে। মাত্র ৬ রানে ১ উইকেট তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের রান ৩ ওভারে ৭/১
৪৭/১ ভারত
তানজিমের বলে ক্যাচ দিলেন অভিষেক
স্পোর্টস ডেস্ক:
ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম এখন অরুণ জেটলি স্টেডিয়াম। নাম পাল্টালেও ছক্কা-চারের ঝড় পাল্টালো না। তবে রানের ঝড়ের মধ্যেও ব্যতিক্রম দলে ফেরা তানজিম হাসান সাকিব। তৃতীয় ওভারের প্রথম বলেই উইকেট তুলে নিলেন অভিষেক শর্মার। ক্যাচ নিয়েছেন মেহেদী হাসান।
ভারতের রান ৪ ওভার শেষে ৪৭/১
বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো ভারত, বাদ মিরাজ ও জাকের
৩য় টি-টোয়েন্টিতে টসে হেরে ফিল্ডিংয়ে গেল বাংলাদেশ। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। তাদের জায়গায় একাদশে এলেন তানজিদ হাসান তামিম ও স্পিনিং অলরাউন্ডার মাহেদী হাসান সংযুক্ত হয়েছেন দলে। মাহমুদউল্লাহ রিয়াদের শেষ টি-টোয়েন্টিতে দারুণ কিছুৃ করার অপেক্ষায় বাংলাদেশ।
অন্যদিকে টি-টোয়েন্টি বিশ^কাপে রাত ৮টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
ভারত একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নীতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণয় ও মায়াঙ্ক যাদব।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত
বাংলাদেশের এই সফরের অর্জন হতাশাজনক!