খেলা
অসুস্থ আবরার শেষ দিনে অনিশ্চিত
স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৪, শুক্রবার
তীব্র জ্বর ও শরীর ব্যথায় হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টের চতুর্থ দিন মাঠে নামতে পারেননি তিনি। হাসপাতালে থাকা আবরারের পরবর্তী দিনও মাঠে না থাকার সম্ভাবনা আছে।
মুলতান টেস্টের চতুর্ত দিন দিন অসুস্থ হন আবরার। এরপরই মুলতানের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। মুলতানে তৃতীয় দিন বুধবার ৩১ ওভার বোলিং করা আবরার বৃহস্পতিবার সকালে শরীরে ব্যথা অনুভব করেন, এ সময়ে তীব্র জ্বরও ছিল তার। এরপর এদিন আর মাঠেই নামেননি তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতিতে বলা হয়েছে, ‘বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে আবরারের। সেসবের ফলাফল এলে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হবে।’
মুলতান টেস্টে যে ক’দিন খেলেছেন আবরার, বল হাতে সময় একদমই ভালো কাটেনি তার। প্রথম ইনিংসে ওভারপ্রতি ৪.৯৭ করে রান দেন তিনি। ৩৫ ওভারে খরচ করেন ১৭৪ রান, পাননি কোনো উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে ২০২২ সালে এই মুলতানেই টেস্ট অভিষেক হয় আবরারের। সেই ম্যাচে অবশ্য বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। প্রথম ইনিংসে ১১৪ রানে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। দ্বিতীয় ইনিংসে নেন আরো ৪ উইকেট।
পাকিস্তানের হয়ে অষ্টম টেস্ট খেলতে নামা আবরার এখন পর্যন্ত নিয়েছেন ৩৯ উইকেট। ইনিংসে ৪ উইকেট পেয়েছেন চারবার, আর ৫ শিকার ধরেছেন দুইবার। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন একবার।
টেস্টে বোলিং র্যাঙ্কিংয়ে আবরার আহমেদের অবস্থান ৪৬ নম্বরে। আর ব্যাটিংয়ে আছেন ১৭৬ নম্বরে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিনি ৮০ নম্বরে আছেন। এখন পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি খেলা আবরারের এখনো ওয়ানডে ডেব্যু হয়নি। ১৮ বছর বয়সে পাকিস্তান সুপার লীগ-পিএসএলে পেশোয়ার জালমির হয়ে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় তার। কিন্তু এরপর ক্রমাগত ইনজুরিতে বেশ কয়েক বছর খেলার বাইরে ছিলেন তিনি।