খেলা
বিশ্বকাপ বাছাইয়ে নেই, মাঠে ফিরতে কয়েক সপ্তাহ লাগতে পারে অ্যালিসনের
স্পোর্টস ডেস্ক
৭ অক্টোবর ২০২৪, সোমবারক্রিস্টাল প্যালেসের বিপক্ষে যখন অ্যালিসন বেকার মাঠ ছাড়েন তখনই বোঝা যাচ্ছিলো মাঠে ফিরতে সময় লাগবে বেশ। সেক্ষেত্রে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের দু’টি ম্যাচ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত। তবে লিভারপুলের কোচ আর্না স্লটের শঙ্কা, মাঠে ফিরতে কয়েক সপ্তাহ লাগতে পারে এই ব্রাজিলিয়ান গোলরক্ষকের। ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে ৭৯তম মিনিটে হ্যামস্ট্রিংয়ে টান লাগে অ্যালিসনের। মাঠ ছেড়ে যেতে বাধ্য হন ৩২ বছর বয়সী গোলরক্ষক। ম্যাচ ১-০ গোলে জিতলেও অ্যালিসনের চোট অস্বস্তিতে ফেলে অলরেডদের। সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, ১৭ পয়েন্ট ম্যানচেস্টার
সিটি ও আর্সেনালের। যদিও সামনে আন্তর্জাতিক বিরতি থাকায় শুরুতে চোট নিয়ে খুব একটা ভাবার দরকার হয়নি অলরেড সমর্থকদের। কিন্তু ম্যাচ শেষে স্লট দেন ভয়ের খবর। তিনি বলেন, ‘সে যেভাবে মাঠ ছেড়ে গেছে, এভাবে বেরিয়ে যাওয়ার মানে হলো, স্বাভাবিকভাবেই ব্রাজিলের হয়ে সে খেলতে পারবে না এবং এরপর প্রথম ম্যাচেও (আন্তর্জাতিক বিরতির পর) তাকে আমরা পাওয়ার আশা করছি না। আমার ধারণা, বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে তার (মাঠে ফিরতে)। সে আমাদের এক নম্বর গোলকিপার, বিশ্বের সেরা গোলকিপার। সে চোট পেলে তাই তার জন্য ও দলের জন্য বড় ধাক্কা।’ বিশ্বকাপ বাছাইয়ে আগামী বৃহস্পতিবার চিলির বিপক্ষে লড়বে ব্রাজিল, পাঁচ দিন পর পেরুর সঙ্গে। এই দুই ম্যাচের জন্য তার এখন বিকল্প গোলরক্ষক বাছাই করতে হবে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে। একইদিনে অস্বস্তিতে থাকায় দ্বিতীয়ার্ধে নামেননি লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। তাকে নিয়ে স্লট বলেন, ‘চোটের কারণে সে (মাক আলিস্তের) বেরিয়ে গেছে। তবে কতোটা গুরুতর চোট, এই মুহূর্তে বলা কঠিন। সে চাইলে খেলা চালিয়ে যেতে পারতো। কারণ আপনারা দেখেছেন, মাঝবিরতির আগে সেরকম কিছু বোঝা যায়নি। তবে সে বলেছে যে, খেলা চালিয়ে যাওয়া উচিত হবে না, কারণ চোট আরও
খারাপ হয়ে যেতে পারে। এখন তার সত্যিকারের অবস্থা কেমন, আর্জেন্টিনায় যেতে পারবে কিনা, খেলতে পারবে কিনা, তা আপাতত আমার জন্য বলা কঠিন’। চোটের অস্বস্তিগুলোর মধ্যে ইতিহাসেও নাম লেখা হয়ে গেছে স্লটের। তার কোচিংয়ে প্রথম ১০ ম্যাচের ৯টিই জিতলো লিভারপুল। উচ্ছ্বসিত স্লট বলেন, ‘লিভারপুলে এত এত গ্রেট ম্যানেজার ছিল, সেটা ভাবলে এই অর্জন অবশ্যই স্পেশাল। তবে স্রেফ এটুকুই স্মরণীয় হয়ে থাকার জন্য যথেষ্ট নয়। আরও স্পেশাল কিছুর আশা করছি আমরা। ভালো ফলের ধারা ধরে রাখার জন্য খুব ভালো একটি স্কোয়াড ও কোচিং স্টাফ আমি উত্তরাধিকার সূত্রেই পেয়ে গেছি, সেদিক থেকে আমি সৌভাগ্যবান।’