খেলা
চ্যালেঞ্জ লীগের জন্য মোহামেডান থেকে দিয়াবাতেকে নিলো কিংস
স্পোর্টস রিপোর্টার
৬ অক্টোবর ২০২৪, রবিবার
এএফসি চ্যালেঞ্জ লীগের জন্য মোহামেডান থেকে ধারে সোলেমান দিয়াবাতেকে দলে নিয়েছে বসুন্ধরা কিংস। মালির এই ফরোয়ার্ড ছাড়াও ফর্টিস এফসির উজবেক ডিফেন্ডার জাসুর জুমায়েভ এবং গত মৌসুমে কিংসের হয়ে খেলা আইভরি কোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়েরকে চূড়ান্ত করেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। গত আগস্টে কিংসের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হলেও এখনো দলের সঙ্গে যোগ দেননি দুই ব্রাজিলিয়ান রবসন রোবিনহো এবং মিগেল ফিগেইরা। আগামী সপ্তাহে মিগেলের ফেরার কথা শোনা গেলেও অনিশ্চিত রবসন। আগামী ২৬শে অক্টোবর থেকে শুরু হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লীগ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে হবে গ্রুপপর্বের সবগুলো ম্যাচ। তার আগে আগামী ১১ই অক্টোবর ঘরোয়া মৌসুম শুরু এক ম্যাচের চ্যালেঞ্জ কাপ দিয়ে। ১৫ই অক্টোবর ফেডারেশন কাপ। লীগ শুরু ১৮ই অক্টোবর। ভুটানে চ্যালেঞ্জ লীগের জন্য রওনা হওয়ার আগে ঘরোয়া আসরে তাই অন্তত দুটি ম্যাচ খেলতে পারছে কিংস। নতুন কোচের অধীনে সে দুটি ম্যাচ এএফসি আসরের প্রস্তুতি ম্যাচও হতে যাচ্ছে কিংসের জন্য। গত ২৭শে আগস্ট দায়িত্ব নিয়েই এফসি চ্যালেঞ্জ লীগের জন্য কাজ শুরু করেছেন কিংসের নতুন কোচ ভ্যালেরি তিতা। সিনিয়র খেলোয়াড় তপু বর্মণও বলেছেন, তিতার মূল মনোযোগ চ্যালেঞ্জ লীগেই। তপু বলেন, ‘কোচের কথা, বসুন্ধরা কিংস ঘরোয়া লীগের সেরা দল, সব ট্রফি জিতেছে এসবই তার জানা। কিন্তু এএফসি কাপে আমরা যেটা এখনো করে দেখাতে পারিনি, চ্যালেঞ্জ লীগে সেটিই তিনি করে দেখাতে চান।’ এএফসি কাপে তিনবারের চেষ্টায় গ্রুপপর্বের গণ্ডি পেরোনো হয়নি কিংসের। থিম্পুতে চ্যালেঞ্জ লীগে নেজমেহ, ইস্টবেঙ্গল ও পারো এফসিকে পেছনে ফেলে সেই লক্ষ্যই কিংসের। এবার ‘ওয়েস্ট জোন’-এর তিন গ্রুপ থেকে অবশ্য সেরা একটি রানার্স আপ দলও সুযোগ পাবে কোয়ার্টার ফাইনালে। তবে এখানে পূর্ণ শক্তির দলকে চেয়েছিলেন তিতা। কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পে যোগ দেননি দুই ব্রাজিলিয়ান দুই ব্রাজিলিয়ান রবসন রোবিনহো এবং মিগেল ফিগেইরা। এদের এখনো দলে না পাওয়ায় বেশ অস্বস্তিতেই আছেন বলে জানা গেছে। সেটি হওয়ারই কথা। মাঝমাঠ নিয়ে কাজ করতে গেলে মিগেল ফিগেইরাকেই তার বেশি প্রয়োজন, রবসন রোবিনহোকে যেমন প্রয়োজন আক্রমণভাগ ঠিকঠাক করতে। কিংসের একটি সূত্র জানিয়েছে আগামী ১০-১২ তারিখে ক্যাম্পে যোগ দিতে পারেন মিগেল। তবে রবসনের বিষয়টি পরিষ্কার নয়। আগামী ৩০শে নভেম্বর কিংসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এই ব্রাজিলিয়ানের । গুঞ্জন আছে, নতুন করে চুক্তি নবায়ন করবেন না রবসন। দুই পক্ষের সমঝোতায় এখানেই শেষ হতে পারে রবসন-কিংসের দীর্ঘদিনের সর্ম্পক। রবসনের বিকল্প হিসেবে এএফসি চ্যালেঞ্জ লীগের জন্য মোহামেডান থেকে সোলেমান দিয়াবাতেকে ধারে নিয়েছে কিংস। এছাড়া নতুন মৌসুমের জন্য দুই ফরাসি ফুটবলার ইসাইয়া এজেহ ও জারেদ খাসাকে রেজিস্ট্রেশন করিয়েছে তারা। দুই মৌসুম পর আবারও কিংসের ডেরায় ফিরেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার জনাথন ফার্নান্দেস। কঙ্গোতে জন্ম নিলেও নিজেকে ফরাসি ফুটবলার হিসেবে পরিচয় দেন খাসা। সবশেষ ইউক্রেনের ক্লাব কারপাতি লিভিভের হয়ে খেলেছেন এই ফরোয়ার্ড। আর ফরাসি ডিফেন্ডার ইসাইয়া এজেহ মাঠ মাতিয়েছেন নাইজেরিয়ার প্রথম সারির ক্লাব কোয়ারা ইউনাইটেড এফসি ও সুইডিশ ক্লাব মালবি আইফের হয়ে।