ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

নিয়াজ মোর্শেদের রেকর্ড ভাঙলেন মনন রেজা

স্পোর্টস রিপোর্টার
৬ অক্টোবর ২০২৪, রবিবার
mzamin

উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মাস্টারও তিনি। ১৯৮১ সালের অক্টোবরে নিয়াজ ১৫ বছর ৫ মাস বয়সে এই খেতাব অর্জন করেন। ৪৩ বছর বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারের খেতাব ছিল তার দখলে। গতকাল সেই রেকর্ড ভেঙেছেন মনন রেজা নীড়। হাঙ্গেরির বুদাপেস্টে নীড় ১৪ বছর ৪ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন নারায়ণগঞ্জ থেকে উঠে আসা এই দাবাড়ু। নীড়ের বর্তমান ফিদে রেটিং ২৪৫০। এর আগেই দু’টি আইএম নর্ম ছিল তার। শুক্রবার তৃতীয় নর্ম পাওয়ায় আন্তর্জাতিক মাস্টার হওয়ার সব শর্ত পূরণ করেন তিনি। নীড় চলতি বছর থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করছেন। তিনি সর্বশেষ জুলাই মাসে অনুষ্ঠিত জাতীয় দাবায় হন চ্যাম্পিয়ন। বর্তমানে বাংলাদেশে আইএম দাবাড়ু জিল্লুর রহমান চম্পক, আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন সাগর, ফাহাদ রহমান ও মনন রেজা নীড়। এদের মধ্যে ফাহাদ রহমানের রয়েছে একটি গ্র্যান্ড মাস্টার নর্ম ।
নিজের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে যাওয়ায় বেশ খুশি নিয়াজ মোর্শেদ। তিনি বলেন, ‘খেলাধুলায় রেকর্ড ভাঙবে-গড়বে। আমার রেকর্ড একজন ভেঙেছে, এজন্য অত্যন্ত খুশি। ৪০ বছরের বেশি সময় আমার দখলে থাকা এক অর্জন অবশেষে একজন ভেঙেছে, এতে আমি যারপরনাই আনন্দিত।’ ১৯৬১ সালে ভারতে আন্তর্জাতিক মাস্টার থাকলেও কেউ গ্র্যান্ডমাস্টার হতে পারেননি। ১৯৮৬ সালে মাত্র ২০ বছর বয়সে নিয়াজ উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হন (আশির দশকে আনুষ্ঠানিক টাইটেল প্রদান করা হতো পরের বছর) এরপর ভারতীয় অনেকেই আরও কম বয়সে গ্র্যান্ডমাস্টার হলেও বাংলাদেশের অন্য চার গ্র্যান্ডমাস্টার সেই রেকর্ড ভাঙতে পারেননি। নিয়াজের বিশ্বাস নীড় সেই রেকর্ডও ভাঙবেন। নিয়াজ বলেন, ‘সে এখন যে গতিতে এগিয়ে যাচ্ছে আমার বিশ্বাস আগামী ২/৩ বছরের মধ্যে গ্র্যান্ডমাস্টার হতে পারবে। আরেকটি রেকর্ড তার সামনে।’ নিয়াজের সঙ্গে একমত দেশের আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারও। দ্রুতই বাংলাদেশ আরেকজন গ্রান্ডমাস্টার পাবে জানিয়ে রিফাত বলেন, ‘ফাহাদ একটি জিএম নর্ম পেয়েছে। নীড় দারুণ সম্ভাবনাময়। তাদের এই ধারা অব্যাহত রাখলে আমরা অচিরেই গ্র্যান্ডমাস্টার পাওয়ার আশা রাখি।’ হাঙ্গেরির বুদাপেস্টে গতকাল ছিল শেষ রাউন্ডের খেলা। সেখানে জিতলে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান আরেকটি গ্র্যান্ডমাস্টার নর্ম পাবেন। গতকাল আন্তর্জাতিক মাস্টার নর্ম পূরণ করা নীড়েরও গ্র্যান্ডমাস্টারের প্রথম নর্ম অর্জন করার সম্ভাবনা আছে।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status