বিনোদন
১০ই অক্টোবর আসছে ‘চক্র’
স্টাফ রিপোর্টার
৬ অক্টোবর ২০২৪, রবিবার
১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ জন সদস্য আত্মহত্যা করেন। দেশব্যাপী তোলপাড় ফেলে দেয় ঘটনাটি। সেই ঘটনার অনুপ্রেরণায় ভিকি জাহেদের ওয়েব ফিল্ম ‘চক্র’। এই সিরিজ ১০ই অক্টোবর মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে। মুক্তির আগে ‘চক্র’ নির্মাণ নিয়ে নানা রহস্যের গল্প শোনাতেই গতকাল দুপুরে নির্মাতা, অভিনয়শিল্পীরা হাজির ছিলেন চ্যানেল আইয়ের ছাদ বারান্দায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ‘চক্র’ সিরিজটির স্পন্সর ইস্পাহানি টি লিমিটেডের
মহাব্যবস্থাপক ওমর হান্নান, ‘চক্র’ নির্মাতা ভিকি জাহেদ এবং সিরিজের প্রধান দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও ফারিণ। ‘চক্র’ নিয়ে ভিকি জাহেদ বলেন, এটি সত্যি ঘটনা অবলম্বনে, সবাই জানেন। ময়মনসিংহের যে ঘটনাটি নিয়ে এই সিরিজ, এই ঘটনাটি সম্পর্কে আমি ২০০৭/২০০৮ সালেই শুনেছিলাম। যখন একই পরিবারের ৯ জনের আত্মহত্যার ঘটনা শুনি, তখনই ব্যাপারটা আমাকে স্ট্রাইক করেছিল। পরে যখন থেকে নির্মাণকে পেশা হিসেবে নিই, তখন থেকেই ইচ্ছা ছিল ঘটনাটি নিয়ে কাজ করার। তো সে জায়গা থেকেই ‘চক্র’র জন্ম। তবে এটি হুবুহু সে ঘটনার চিত্রায়ণ নয়। ওই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা নিজেদের মতো কাল্পনিক একটা গল্প ‘চক্র’-তে বলেছি। রহস্যজনক ঘটনা নিয়ে চক্র। তাই শুটিংয়ে নেমেও যেন পুরো টিমকে পড়তে হয়েছে নানা রহস্যময় ও ব্যাখ্যাতীত কাণ্ডে! ভিকি জাহেদ বলেন, ‘চক্র’র শুটিং শুরু হয়েছিল প্রায় আড়াই বছর আগে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপরেই শুরু হয় পদে পদে বাধা। বাধাগুলোও কেমন যেন রহস্যময়, ব্যাখ্যাতীত! কিছুদিন পরপরই শুটিং স্থগিত হয়ে যায়। নানা কারণে একটানা শুটিং করা সম্ভব হয়নি। পাশাপাশি ছিল প্রিয়জনের মৃত্যু!