অনলাইন
প্রেসিডেন্টের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ৫ অক্টোবর ২০২৪, শনিবার, ১:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে এ সাক্ষাৎ করেন তিনি।
প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘সাক্ষাতকালে সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।’
প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলেন, ‘সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণ এবং জান-মালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে।’
প্রেসিডেন্ট আশা করেন যে, আগামী দিনে প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী দেশ ও জনগণের পাশে থাকবে। সেনাপ্রধান প্রেসিডেন্টকে জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে। সূত্র: বাসস
পাঠকের মতামত
মহামান্য রাষ্ট্রপতির নিজে থেকে সরে গেলে মান থাকবে নইলে আম ও ছালা দুটোই যাবে। এ সাক্ষাৎ এমন কিছুরই ইঙ্গিত দেয়। একজন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে কীভাবে প্রধানমন্ত্রীর পা ধরে সালাম করেন? অবশ্য এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী (যিনি একজনকে নির্বাচনে হারানোর জন্য একুশে পদক বা স্বাধীনতা পদক পেয়েছিলেন) শাহরুখ খানের কনসার্টে ফ্লোরে বসেন।
আমার মনে হয় চুপ্পু সাহেবের নিজ ইচ্ছে সরে যাওয়া উচিত
হাসিনার পায়ে হাত দিয়ে ছালাম করা ব্যক্তি। তাকে কেন্দ্র করেই শলাপরামর্শ
Good
ষড়যন্ত্র হচ্ছে না তো??
What they are next agenda???