ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

ভারত ছাড়ছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার
mzamin

প্রবল গণআন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়? এনিয়ে কৌতূহল। নানা গুঞ্জন তো আছেই। সর্বশেষ খবরে জানা যায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে, শেখ হাসিনা কীভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন? জবাবে ভারত নাকি বলেছে, খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। 

গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি। 

শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও (লাল পাসপোর্ট) বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় ২ মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। 
 

পাঠকের মতামত

এই খুনিকে দেশে এনে ফাসি দিলে আমার শহীদ ভাই বোনের আত্মা শান্তি পাবে এবং দেশের জনগণের দির্ঘ কষ্ট দুর হবে।

ফারুক
১২ অক্টোবর ২০২৪, শনিবার, ২:৫০ অপরাহ্ন

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দলীয় ফেসবুক পেজ থেকেও গুজব ছড়ানোর অভিযোগ আসছে। যথেষ্ট পরিমাণ সাইবার নজরদারি না থাকায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা গ্রহণ না করায় গুজবকারীরা এটা বাণিজ্যিকভাবে ব্যবহার করছে।

Faruki
১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

হায়রে হাসিনা রাজসিংহাসনের প্রতি এতোই লোভ ছিল যে জনগন ভুলে গিয়েছিলে ! এখনো কোথায় তোমার অবস্থান ? দরজায় দরজায় আশ্রয়ের জন্য ভিক্ষা চাওয়া হচ্ছে ? কি হাস্যকর !! মানুষ থুথু ফেলছে ! যেখানেই এখন যাওয়া হউক না কেন, বন্দী জীবন ঘৃণিত জীবন ওই রাজপ্রসাদ থেকে ! লজ্জা, লজ্জা, লজ্জা !!! দেশ থেকে পালিয়ে যাওয়া কিন্তু পনের অগাস্টকেও হার মানিয়েছে ! যারা কোন দিন কথা বলার সাহস পেত না, কাছে পৌঁছতে পারেনি তারা আপা, আপা বলে ডাকছে ? এরচেয়ে জনগনের পায়ের নিচে পড়ে মারা গেলে আজ শহীদ উপাধিটাতো হতো ??

Khokon
৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ২:০০ অপরাহ্ন

পৃথিবীর কোন সভ্য দেশ পতিত স্বৈরাচারকে আশ্রয় দেবে না! ভারত আশ্রয় দিয়েছে কারন তাকে স্বৈরাচার বানানোর পূর্ণ দায় ভারতের! সুবিধাভোগীও তারা, তাই দায়িত্ব আমাদেরই নিতে হবে, নিয়েছেও!

Sakhawat
৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১:৪২ অপরাহ্ন

সব ভোগাস ,ভারত ছাড়া তার কোন জায়গা নেই । আর কোন দেশ এই খুনী কে আশ্রয় দিবেনা ।

Zakiul Islam
৬ অক্টোবর ২০২৪, রবিবার, ৬:১১ পূর্বাহ্ন

স্বৈরাচারি হাসিনাকে বঙ্গোপসাগরের মাঝখানে টুপ করে ফেলে দিলে সকল সমস্যার সমাধান হয়। এই বদমাশ বেঁচে থাকলে প্রতিদিন নতুন নতুন ঝামেলা সৃষ্টি করবে। অথবা ইসরাইল পাঠিয়ে আরেক পাগল নেতানিয়াহুর সাথে রাখা যেতে পারে তাহলে দুই পাগলে জমবে মেলা।

Mosharrof
৫ অক্টোবর ২০২৪, শনিবার, ৪:০৫ অপরাহ্ন

আপাদমস্তক মিথ্যাবাদী মস্তিষ্ক বিকৃত একজন মহিলা, যার মধ্যে সত্যের লেশমাত্র ছিলোনা। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে দিল্লির দাসত্বে যার আনন্দ ছিলো। ভারতের তাবেদার খুনি হাসিনাকে অন্য কোনো দেশে নয়, বাংলাদেশে ফিরিয়ে এনে দূর্নীতি, লুটপাট, অপচয়, অর্থনীতিকে ধ্বংস, শিক্ষা ব্যাবস্থা কে ধ্বংস, সামাজিক বিভাজন, যাবতীয় অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন, খুন ও মানবিকতা বিরোধী সকল অপরাধের বিচারের মাধ্যমে মহিলাটির সকল প্রকার কুকর্মের শাস্তি নিঃশ্চিত করতে হবে।

Nasim
৫ অক্টোবর ২০২৪, শনিবার, ১১:৩৯ পূর্বাহ্ন

Ora Israel a patan

firoj
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১১:৩৫ অপরাহ্ন

যেখানে যাবে সেখানকার সবাই ফ্যাসিস্ট, খুনি ও দুর্নীতিবাজকে তিরস্কার করুন।

Kamruzzaman
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১১:১৬ অপরাহ্ন

Must Hasina will come back wait & see

Shohag
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৯:৩৮ অপরাহ্ন

আপাদমস্তক মিথ্যাবাদী মস্তিষ্ক বিকৃত একজন মহিলা, যার মধ্যে সত্যের লেশমাত্র ছিলোনা। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে দিল্লির দাসত্বে যার আনন্দ ছিলো। ভারতের তাবেদার খুনি হাসিনাকে অন্য কোনো দেশে নয়, বাংলাদেশে ফিরিয়ে এনে দূর্নীতি, লুটপাট, অপচয়, অর্থনীতিকে ধ্বংস, শিক্ষা ব্যাবস্থা কে ধ্বংস, সামাজিক বিভাজন, যাবতীয় অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন, খুন ও মানবিকতা বিরোধী সকল অপরাধের বিচারের মাধ্যমে মহিলাটির সকল প্রকার কুকর্মের শাস্তি নিঃশ্চিত করতে হবে।

আ: কাদের মিয়া
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৯:০৮ অপরাহ্ন

হাসিনা কখনো পালায় না, বংগবন্ধুর কন্যা কখনো পালায় না। যে কোন সময় চটকরে এসে পড়বে।

হেদায়েত উল্লাহ
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৮:৪৯ অপরাহ্ন

খুনি হাসিনার বাকী জীবন কাটবে মানুষের অভিশাপ নিয়ে

জালাল উদ্দিন
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৮:৪৭ অপরাহ্ন

এই মহিলা একজন সাইকো। রক্ত নিয়ে খেলতে পছন্দ করে। ভারত কৃতজ্ঞতা স্বরূপ অনারারি নাগরিকত্ব দিয়ে ভারতে রাখতে পারে কিন্তু রাখবে না কারন ভারত তার দ্বারা যা স্বার্থ উদ্ধার করার সব করেছে। ভারতের আম ছালা সবই গিয়েছে। বাংলাদেশের পাকিস্তানের সাথে সখ্য গড়ে তোলে কিনা তা নিয়ে ভারত চিন্তিত। নিকট প্রতিবেশীর মধ্যে তার আর কোন বন্ধু সরকার নেই। প্রতিবেশী দেশগুলোর মধ্যে এখন ভারত বিদ্বেষী মনোভাব চরমে। ইউরোপ আমেরিকার কোন দেশ যেহেতু তাকে নিবেনা কাজেই মধ্যপ্রাচ্যের কোন দেশে পাঠিয়ে দায়মুক্ত হওয়া।

কামরুজ্জামান
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৬:৩৪ অপরাহ্ন

পরিস্থিতি যাই হোক, নিজ দেশে ফেরাই সব চাইতে সম্মানের।

Ishaque
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৫:৩৭ অপরাহ্ন

দোহাই মোদিজী, ওনাকে আমাদের দেশে পাঠান ! ওনাকে আমাদের বড় প্রয়োজন ! উনি না থাকলে ক'দিনেই যে আমরা কাঠালের আমসত্ত্ব তৈরির রেসিপি ভুলে যাব।

Sohrab Hossain
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৫:২২ অপরাহ্ন

তসলিমা নাসরিনের সাথে ইসরায়েল পাঠানো দরকার

Nazrul Islam Matubba
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৫:২০ অপরাহ্ন

ভারতের উচিত পুরো আওয়ামী লীগের কমিটিকে নাগরিকত্ব দিয়ে ভারতের দিল্লিতে রাজনীতি করার সুযোগ করে দেয়া । কংগ্রেস এতে আপত্তি করবে না। পশ্চিমবঙ্গে মমতার সাথে পারবে না। তাই দিল্লি উত্তম। এজন্য রাস্তায় ভারতীয়দের আন্দোলন করা উচিত। অন্যথায় বিশ্ব ভারতকে লবনহারাম হিসেবে চিনবে ।

Alo
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৪:৫৮ অপরাহ্ন

হাসিনা বাংলাদেশের নাগরিক। তাকে বাংলাদেশে পাঠানোর দাবী জানাচ্ছি। সরকার কেন এখনও হুলিয়া জারি করে নাই? হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য কেন ইন্টারপোলকে এখনও জানায় নাই?

Dr. Khan
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৪:৩৩ অপরাহ্ন

বেঁচে থাকলে ও অথবা মারা গেলে ও আজীবন ভুক্তভোগীদের অভিশাপ হাসিনার উপর পড়তেই থাকবে বিশ কোটি মানুষের গণহারে আঠারো বছরের অবৈধ শাসনামলে

MR-JAI.
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৪:২৯ অপরাহ্ন

...যেই দেশের জন্য এত কিছু করলি, তারাও আসল রূপ দেখিয়ে দিল...!!!

MMS
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৪:১০ অপরাহ্ন

She should be punished for killing students and children.

Dr. Ahmad
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৪:০৯ অপরাহ্ন

আন্দামান দীপপূঞ্জে পাঠানো হোক৷

Firoz
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৪:০৭ অপরাহ্ন

এটা সত্যি যে শেখ হাসিনা দেশের গণতন্ত্র কে কলঙ্কিত করেছেন, এটা সত্য যে সে ভোট ডাকাতি করেছেন, এটা সত্য যে প্রায় ১৭ বছর পাবলিক থেকে প্রাইভেট সব স্থানে আওয়ামী করণের মাধ্যমে পুরো দেশ টাকে জিম্মি করে রেখেছেন, সেটা সত্য যে প্রতিটি সরকারি চাকুরীজীবী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, এটাও সত্য যে প্রতিটি নেতা কর্মী হাজার হাজার কোটি টাকার মালিক বোনেছেন, এটাও সত্য যে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, এটাও সত্য যে অনেক গুম খুন মিথ্যা মামলা করেছেন। কিন্তু এটাও সত্য যে দেশের অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। একা শুধু হাসিনা আর আওয়ামীলীগের দোষ বা বিচার করলে করলে হবে না। প্রতিটি সরকারি কর্মকর্তাদের ও বিচার করতে হবে। সচিব, আমলা, কামলা সবার বিচার করতে হবে। যদি বেছে বেচে কিছু সংখ্যক আমলা আর আওয়ামীলীগের মন্ত্রী এমপি আর নেতাদের করলে হবে? কারণ, ভুলেগেল কি?? বিএনপির অমলেও তো প্রায় এইসব করতে দেখা গেছে! কম আর বেশি! এই যা পার্থক্য। সরকারে যেই আসেন সেই করেন। কেনো? কারণ আমাদের সরকার ব্যবস্থা টাই নষ্ট হয়ে গেছে। আরেকটা কথা... আমরা জনগণ কি ভালো??

ফেরদৌস
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৩:৫২ অপরাহ্ন

জীবনানন্দ দাস বেঁচে থাকলে লিখতেন : হা সিনা যদি আসিতে চাও ফিরে, এই বুড়িগঙ্গার তীরে। হয়তো সিনা উচিয়ে নয়, নতজানু হয়ে কয়েদির বেশে।

আলম
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৩:৪১ অপরাহ্ন

মুদিকে বিয়ে করে নিলেই তো সব লেটা চুকে যায়।

নিজামুল হক
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৩:৩১ অপরাহ্ন

AL এর চরিত্র বদলাবে না। কমেন্ট বক্সে বেনামে তাদের উচ্চিষ্ট ভোগী আজও হুমকি দিচ্ছে। পত্রিকার খবরে দেখলাম পতিত স্বৈরাচারীর পুত্র জুনিয়র স্বৈরাচার ২ লাখ ডলারে আমেরিকায় লবিস্ট নিয়োগ দিয়েছে। অবৈধ অর্থ এভাবেই চলে যাবে। এর চেয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে অপরাধ স্বীকার করে দেশের পত্রিকায় বিজ্ঞাপন দিলে পত্রিকার কিছু আয় হতো। মানুষ ক্ষমা করবে কি না সেটা তাঁরাই সিদ্ধান্ত নেবেন।

Ismail Dulal
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৩:২৯ অপরাহ্ন

No comments for Hasina .Only Almighty's have right take to decision for her fate

Ansar
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৩:২৬ অপরাহ্ন

সম্প্রতি দুবাইয়ে স্থাপিত মন্দিরের পুরোহিত কারার কথা ভাবাযেতে পারে।

Mohammad Alam Khan
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৩:২১ অপরাহ্ন

উনি একজন প্রধান মন্ত্রী কিন্তু উনার মোকের ভাষা চিলো জঘন্য

jakir
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৩:২০ অপরাহ্ন

বিদেশ কেন পাঠাবে দেশে পাঠিয়ে দিক দ্রুত তার বিচার হয়ে যাক

হাসান
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৩:১১ অপরাহ্ন

গনহত্যাকারী,খুনী, ফ্যাসিষ্ট হাসিনাকে ভারতের উচিৎ বাংলাদেশে ফিরিয়ে দেয়ার মাধ্যমে গনহত্যা সহ সকল গুম খুনের বিচারে সহায়তা করা,তাতে করে বিশ্বের গনতান্ত্রিক দেশগুলোর নিকট ভারতের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমি মনে করি।

zahidul islam
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৩:১০ অপরাহ্ন

@Nazz Islam আপনার ধারনা সঠিক হবার সম্ভাবনা বেশী উনি একসময় ভারতে একযুগের মতো বসবাস করেছিলেন তখন হয়তো ভারতীয় পাসপোর্ট নিয়ে থাকতে পারেন। ব্যাপার টা গোপন রেখেছিলেন মনে হয়।

মিলন আজাদ
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২:৪৬ অপরাহ্ন

উনি বাংলাদেশের মানুষকে ঘরছাড়া করেছিলেন, আল্লাহপাক ওনাকে দেশছাড়া করেছেন। যেমন কর্ম তেমন ফল।

Karim
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২:৪১ অপরাহ্ন

বি এন পির মতো অপেক্ষা করুন দেখুন দেখুন বর্তমান সরকার কতদুর পর্যন্ত যায় , তারপর শেখ হাছিনাকে নিয়ে ভাবুন।

জাহাংগীর মাহমুদ
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২:৩২ অপরাহ্ন

এর চোখের মধ্যে রক্তের পিপাসা ।

zakiul Islam
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২:৩১ অপরাহ্ন

একাধিক গণহত্যার দায়ে হাসিনার বিচার ও শাস্তি নিশ্চিত করা এ দেশের কোটি কোটি মানুষর দাবি। তাকে অন্য কোথাও যেতে না দিয়ে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উচিত এ বিষয়ে উদ্যোগী হওয়া।

মুহাম্মদ রাশেদ
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২:১৯ অপরাহ্ন

ইসরাইল তার জন্য নিরাপদ।

Habibur Rahman
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২:১৪ অপরাহ্ন

হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, গুম খুন অপহরণ দূর্নীতি গণহত্যার বিচার হতেই হবে, হাসিনা বিশ্বের কোন দেশে নিরাপদ নয়, সে যেখানে যাবে সেখানেই অশান্তি সৃষ্টি হবে,

কামাল হোসাইন
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১:৫১ অপরাহ্ন

উগান্ডা পাঠিয়ে দেওয়া হোক।

Mohammed Rafiqul Isl
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১:৩১ অপরাহ্ন

নব‍্য ফেরাউনকে ইসরাইল পাঠিয়ে দেয়া হোক।

আবুল কালাম
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১:২৯ অপরাহ্ন

বাংলাদেশের ষোল কোটি মানুষের শত্রু হাসিনা ও তার দল আওয়ামী লীগ।

সাইফুল কবীর
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১:২৭ অপরাহ্ন

ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরত পাঠানো এবং প্রমান করা যে তারা বাংলাদেশীদের বন্ধু । পৃথিবীর যেই দেশই খুনি, স্বৈরাচার হাসিনাকে অশ্রু দিবে, বাংলাদেশীরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করবে। হাসিনাকে দেশে এনে বিচার করবই ইনশাআল্লাহ ।

ফাহ্ রিয়া তালুকদার
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১:২১ অপরাহ্ন

অপরাধী, ক্ষমতালোভী, প্রতারক, দুর্নীতিবাজ, ভারতের পদলেহন কারী, মিথ্যুক, সদ্য পলায়নকারী স্বৈরাচার গোষ্ঠীর নিকৃষ্ট প্রধান ইত্যাদি আরো কত অর্জন উনার !! সেই শেখ হাসিনা'কে দেশে ফিরিয়ে এনে সঠিক শাস্তির আওতায় আনা হোক দ্রুতই। উনাকে যেন কোন ধরনের ছাড় না দেয়া হয়। কারণ, উনার কৃতকর্মের খেসারত দিতে হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণকে ........

মোঃ মাহফুজুর রহমান
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১:১০ অপরাহ্ন

আওয়ামী লীগের মাধ্যমে ভারত বাংলাদেশকে ধ্বংস করেছে। ভারত এবং আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের শত্রু।

Md.Abdul Barek
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১:০৬ অপরাহ্ন

তাকে দিয়ে ভারত আমাদের সব খেয়ে নিয়েছে, ভারতের খাওয়া শেষ এখন লাথি দিয়ে ফেলে দিচ্ছে। দালালদের এই রকম অবস্থাই হয়। ইতিহাস সাখখি।

সোহাগ
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১:০৩ অপরাহ্ন

ওনার মত ফেরাউনকে মিশর পাঠানো হোক।

আবুল কালাম
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১:০১ অপরাহ্ন

যার জন্য হাসিনা এত কিছু করল তার কাছেও শেষ আস্রয়টা হচ্ছে না? আশাকরি আওয়ামীলীগ এখান থেকে শিক্ষা নেবে৷ ভারত প্রেম নয়, দেশ প্রেমে কাজ করবে৷

Rasel
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১২:৫৪ অপরাহ্ন

রক্ত পিপাসু ডাইনি! এর কোথাও জায়গা হবে না। কোটি মানুষের বদদোয়া নিচ্ছে প্রতিনিয়ত।

Md Abdullah
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১২:৪৯ অপরাহ্ন

মোদী ওনাকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে একটা পাসপোর্ট দিয়ে দিলেই তো ল্যাঠা চুকে যায় !

Mamun M Hossain
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১২:৩৪ অপরাহ্ন

পাকিস্তানে আশ্রয় চাইলে পাকিস্তান সরকার বিবেচনা করতে পারে বলে মনে হয়!!!

MD REZAUL KARIM
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১২:২৭ অপরাহ্ন

অহংকারী পতনের মূল

তাইবুল
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১২:০৭ অপরাহ্ন

পাসপোর্ট ছাড়া উনি যাবেন বিশেষ ট্রাভেল পাশ এর মাধ্যমে। সব দেশে এই সিস্টেম আছে

মোহাম্মদ আরিফ
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১২:০৭ অপরাহ্ন

১৮ বছরে যত মানুষকে ঘর ছাড়া করেছে তারই ফলাফল আল্লাহ তাকে দিচ্ছেন।

কায়েস
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১২:০৩ অপরাহ্ন

একমাত্র জর্ডান হতে পারে শেষ আশ্রয়। এটা একটা অনুমান।

আতাউর রহমান ভূইয়া
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১১:৫৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগের মাধ্যমে ভারত বাংলাদেশকে ধ্বংস করেছে। ভারত এবং আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের শত্রু।

ছৈয়দ
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১১:৩৬ পূর্বাহ্ন

কয়েকদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক ভক্তকে বলেছিলেন তিনি টুক করে বাংলাদেশে ঢুকে পড়বেন। এখন কেন মধ্য প্রাচ্য দেশে যাবেন। টুক করে বাংলাদেশে ঢুকে পড়ুন।

শহিদুল ইসলাম
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১১:২১ পূর্বাহ্ন

ভারত আমাদের জাতির শত্রুকে আশ্রয় দিয়ে আমাদের শত্রুতে পরিনত হয়েছে। হাসিনাকে আমাদের হাতে প্রত‌্যারপর্ণ করুন। আওয়ামী লীগকে চূড়ান্ত নিষিদ্ধ কর। গণহত‌্যার বিচার কর। আহতদের আত্মচিৎকার আমাদের এখনো কাঁদায়।

সাদামান
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১১:০৯ পূর্বাহ্ন

উনি পৃথিবীর যে দেশেই থাকুন কেন দেশে গত ১৬ বছরে পুলিশ ও ভারতের সাহায্য অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় থাকার জন্য ব্যাপক আকারে যে ভাবে দেশে ঘুম-খুন করে চরম মানবাধিকার লঙ্ঘন করেছে একদিন না একদিন তাকে দেশে ধরে এনে বিচারের মুখোমুখি হতে অবশ্যই হতে হবে।

Shahid Uddin
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১১:০৭ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে কেন!? ওনাকে ওনার সহযোদ্ধা কিম জন উনের দেশ উত্তর কুরিয়ার পাঠিয়ে দেওয়া হোক

sajib wahed
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১০:৫৩ পূর্বাহ্ন

হাসিনাকে আফগানিস্তানে পাঠানো হোক। তালেবানদের কাছ থেকে ভালো আচার আচরণ শিখে আসুক। কিভাবে দুর্নীতিমুক্ত থাকতে হয় সেটাও শিখতে পারবে। সেখানে গেলে মিথ্যা কথা বলাও ভুলে যাবে।

Rashid
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১০:৪২ পূর্বাহ্ন

SE NA EKHONO PM CHOT KORE DHUKBE DESHE

TUHEEN
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১০:৪১ পূর্বাহ্ন

আগে গনহত্যার বিচার পরে অন্য চিন্তা।

Md.Rawshan ali miah
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১০:২৯ পূর্বাহ্ন

নেত্রির এখন কি হবে?????

Md. Ruhul Amin
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১০:২৪ পূর্বাহ্ন

এই খুনিকে দ্রুত দেশে এনে ফাঁসি দিতে হবে।

মো: মহিজুর রহমান
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১০:২৪ পূর্বাহ্ন

Killer Hasina.come back Bangladesh.face court.

Md.Iqbal hossain
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১০:১৯ পূর্বাহ্ন

পেয়ারি পাকিস্তানএ পাঠিয়ে দেওয়া হোক

Asad
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১০:১৯ পূর্বাহ্ন

ভারতীয় পাসপোর্টে যাচ্ছে না তো ?

Naaz Islam
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১০:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশের জনগনের শত্রুকে জায়গা দিয়ে ভারত প্রমাণ করেছে ভারত বাংলাদেশের শত্রু

Rabbany N Rahman
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৯:২৬ পূর্বাহ্ন

দেশটা না ওনার বাপের,তাহলে দেশ ছেড়ে পালাচ্ছে কেন???

আব্দুর রাজজাক
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৯:১৭ পূর্বাহ্ন

পাকিস্তান পাঠালে মন্দ হত না।

md Aminul Islam
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৯:১২ পূর্বাহ্ন

পৃথিবী আমাকে চায় না।ছাত্র, জনতার রক্ত বৃথা যায় নাই, যাবে না।বিচারের মুখোমুখি করতেই হবে।

no name
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৮:৩০ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে কেন? আর কতদিন আপনার অপেক্ষায় পথ চেয়ে থাকবো? আমাদের যে আর তর সইছে না।

Zulfiquar Ali
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৭:৪৭ পূর্বাহ্ন

কী হল এত ক্ষমতা অর্থ যশ প্রতিপত্তি যদি বাকীটা জীবন এভাবে চোরের মত পালিয়েই থাকতে হয়............ হায়.........

Towhidul HASSAN
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৭:৪৭ পূর্বাহ্ন

পাসপোর্ট তো বাতিল কিভাবে মিডলইষ্টের কোন দেশে যাবেন? একমাত্র ইরান ছাড়া মিডলইষ্টের সব দেশই আমেরিকার অনুরোধে বাংলাদেশে ফেরৎ পাঠাবে।

জামশেদ পাটোয়ারী
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৭:০৭ পূর্বাহ্ন

বাংলাদেশের মানুষকে এখন বুঝতে হবে দেশের স্বার্থ উপেক্ষা করে এমন দিয়াই দিয়েছে যে তারা তাকে অবৈধ ভাবে রাখছে এবং অন্য দেশেও তার জন্য দূতিয়ালি করছে।

কালা
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৭:০৫ পূর্বাহ্ন

ভারতের অবদান ভুলে যাবার মত নয়। প্রজন্ম থেকে প্রজন্ম দেশপ্রেমিক জনতা মনে রাখবে।

স্বাধীন বাংলাদেশী
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৬:৫০ পূর্বাহ্ন

পাসপোর্ট ছাড়া কি করে উনি ভারত ত্যাগ করবেন এবং কি করে অন্য দেশে প্রবেশ করবেন? একজন খুনির জন্যে কি আন্তর্জাতিক আইন শীতল করা হবে?

Mohammad Tauhid
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৫:৩৫ পূর্বাহ্ন

তাকে ( হাসিনাকে) গাজায় পাঠিয়ে দেওয়া হোক অথবা সাউথ নেবাননে দিলেও ভালো হয়।

Khokon
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১:৫৭ পূর্বাহ্ন

কুটনৈতিক পাসপোর্ট বাতিল হলে, সাধারন পাসপোর্ট না পেলে! কিভাবে মধ্যপ্রাচ্যে যাবে গনহত্যাকারী হাসিনা?

Sayed bhuyan
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১:২০ পূর্বাহ্ন

উপলব্ধির এত টুকু ক্ষীন বোধ থেকে সংঘটিত অবিচারকে ফিরিয়ে নিয়ে অনুতাপের দহন কমাতে চাইলে ঠিক আছে। তবে অনুগ্রহ আকর্ষনের কৌশল হলে এমন দুষ্ট বিচারকদের কবল থেকে দেশের সর্বোচ্চ আদলত মুক্ত থাকুক।

মোহাম্মদ হারুন আল রশ
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১:১৮ পূর্বাহ্ন

পাসপোর্ট ছাড়া হাসিনা ভিসা পাবেন কি ভাবে?

মিলন আজাদ
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১২:৫১ পূর্বাহ্ন

পরবর্তী গন্তব্য দুবাই

Nizam Uddin
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১২:৪৩ পূর্বাহ্ন

ধারণা করছি দিল্লির অনুরোধে তেল আবিবের সহযোগিতায় আরব আমিরাতে থিতি হচ্ছেন বানু হাসিনা।

আম জনতা
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১২:৪০ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status