বিনোদন
এলো তাদের ‘মায়া’
স্টাফ রিপোর্টার
২ অক্টোবর ২০২৪, বুধবারদাম্পত্য জীবনে মানুষের নানান টানাপোড়েন থাকে। কিন্তু তার পরও কী অদ্ভুত মায়ায় মানুষ দু’জন দু’জনকে ভালোবেসে মায়ার বাঁধনে থেকে যায়, কাটিয়ে দেয় সারাটা জীবন। এমন গল্পকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মায়া’। যাতে দু’টি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন ইমন ও সারিকা সাবরিন। পরিচালনায় রায়হান রাফি। সোমবার বিঞ্জ ওটিটিতে মুক্তি পেয়েছে ‘মায়া’। এ উপলক্ষে এদিন সন্ধ্যায় প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়। ওয়েব ফিল্মের শিল্পী-নির্মাতা ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, সামিরা খান মাহি, রুকাইয়া জাহান চমকসহ অনেকেই। এ সময় ইমন বলেন, এটি আমার প্রথম ওটিটি কনটেন্ট, তাই আমার জন্য মায়া সত্যিই মায়াময়। রায়হান রাফি তার অপূর্ব নির্মাণশৈলী দিয়ে দর্শকদের নিয়ে গেছেন এক সম্পূর্ণ ভিন্ন আবহে। আমি আশা রাখি মায়া দর্শকদের ভালোবাসায় একটি সুপারহিট ওটিটি কন্টেন্ট হিসেবে জায়গা করে নেবে। সারিকা বলেন, এমন একটি ওয়েব ফিল্মে কাজ করতে পেরে ভালো লাগছে। এর সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে এটি। নির্মাতা রায়হান রাফি বলেন, এটা আমার একদমই অন্যরকম
একটা সিনেমা। আপনারা জানেন আমি সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম বানাই। এটি তুফানের আগেই বানিয়েছিলাম। এটা বানানোর আগে চিন্তা করছিলাম এই সিনেমাতে আমি এমন দু’জনকে কাস্ট করবো যারা এক সময়ে বড় স্টার ছিল। তারা হলেন ইমন-সারিকা। আমার চ্যালেঞ্জ ছিল যে এই দু’জনকে নতুন করে আবিষ্কার করার। সেটা আমি করেছি। এখন বাকিটা দর্শক দেখে জানাবেন।