খেলা
শান্তর আউট নিয়ে যা বলছেন বিরক্ত তামিম
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন
চতুর্থ দিন বিকেলে হাসান মাহমুদকে নামানো হয় নাইটওয়াচম্যান হিসেবে। কোনোমতে দিনের বাকি কয় ওভার পার করে দেওয়া তার দায়িত্ব। অথচ হাসান ছক্কা মারতে গিয়ে উইকেট বিলিয়ে দেন। অবশ্য মূল ব্যাটাররাও তো হেঁটেছেন উইকেট ছুড়ে দেওয়ার পথে। এই টেস্টে ভারতের বিপক্ষে তামিম ইকবালের ভাষায় শান্ত আউট হয়েছেন ‘স্ট্রেঞ্জ’ শট খেলে।
গতকাল দিনের শুরুতে মুমিনুল ফেরার পর নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে দুজনে মিলে গড়েন ৫৫ রানের জুটি। কিন্তু আচমকা অধিনায়ক শান্ত রিভার্স সুইপে আত্মহত্যা করার পর ধ্বস নামে টাইগারদের ব্যাটিংয়ে।
রবীন্দ্র জাদেজার বলটি লেগ স্টাম্পের বাইরে পিচ করেছিল। শরীর থেকে অনেকটাই দূরে থাকা বলটি রিভার্স সুইপ খেলেন শান্ত, সেটা ব্যাটে না লেগে ভেঙে দেয় স্টাম্প। ফিফটির পর অফ স্টাম্পের বাইরের বল শট খেলতে সাদমান ক্যাচ দেন গালিতে ক্যাচ দিয়ে।
এ পর্যায়ে রবি শাস্ত্রী কথা বলছিলেন বাংলাদেশের ব্যাটারদের আউটের ধরন নিয়ে। তামিমকে শান্তর আউট নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘স্ট্রেঞ্জ শট খেলে আউট হয়েছে, ভালো একটা জুটি হতে চলেছিল। এই সময়ে এই সব শটের কোনো প্রয়োজনই ছিল না। এটা গুরুত্বপূর্ণ যে তুমি ভালো সুইপ খেল কি না, ভালো রিভার্স সুইপ খেল কি না। এরপরও এমন সময়ে এই ধরনের শট নিশ্চয়ই তুমি খেলবে না। আর এক ম্যাচে সব ধরনের শটই বা কেন খেলতে হবে!’ এ সময় শাস্ত্রী বলেন, ‘খুব বাজে শট সিলেকশন।’