অনলাইন
এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
বেসরকারি টেলিভিশন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টার পর শান্তিনগরের বাসায় মারা যান তিনি।
সীমান্ত খোকন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। তিনি কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছিলেন। তিনি এনটিভির আগে দীর্ঘদিন দৈনিক মানবজমিনেও কাজ করেছেন।
Very sad. Our prayers are for the departed soul.