ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

প্রেসিডেন্ট হিসেবে কমালাকে সমর্থন নিউইয়র্ক টাইমসের

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১১:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিসকে সমর্থন জানিয়েছে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড। সোমবার রিপাবলিকান নেতা ডনাল্ড ট্রাম্পের বিপরীতে তারা কমালাকে সমর্থন জানান। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, সম্পাদকীয় বোর্ড মনে করেন রিপাবলিকানদের বিপরীতে ডেমোক্র্যাট দলের প্রার্থীই প্রেসিডেন্ট পদের জন্য একমাত্র ‘দেশপ্রেমের প্রতিচ্ছবি’। 

যদিও সম্পাদক বোর্ড সরাসরি ভাইস প্রেসিডেন্ট কমালার নাম উল্লেখ করেনি। তবে বর্ণনায় এ বিষয়টি স্পষ্ট হয়েছে। তারা ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে অযোগ্য বলে মনে করেন। ট্রাম্পকে নৈতিক ও স্বভাবগতভাবে অযোগ্য বলে অভিহিত করেছেন ওই সম্পাদকরা। তারা বলেছেন, হতাশাজনক হলেও এটা দ্ব্যর্থহীনভাবে বলা যায় ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন। যেসকল ভোটার নিজেদের স্বাস্থ্য এবং দেশের গণতন্ত্র নিয়ে ভাবেন তাদের উচিত হবেনা তাকে (ট্রাম্পকে) পুনরায় নির্বাচিত করা। 

এর আগে দ্য নিউইয়র্কারও ট্রাম্পের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছে। ম্যাগাজিনটির সম্পাদক পর্ষদ মন্তব্য করেছে ‘ট্রাম্প ছাড়া অন্য কাউকে’ বেছে নিতে হবে। ট্রাম্পকে তারা যুক্তরাষ্ট্রের পরিশের জন্য হুমকি বলে মনে করেন। তবে তারা বলেছেন কমালা হ্যারিস সকল ভোটারদের জন্য উপযুক্ত নাও হতে পারে। তবুও কমালার প্রতি সমর্থন জানাতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সম্পাদক পর্ষদ বলেছে, আমরা আমেরিকানদের প্রতি কমালাকে সমর্থনের অনুরোধ জানাচ্ছি। কেননা তিনি প্রয়োজনীয় বিকল্পের চেয়েও এগিয়ে রয়েছেন।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

বিবিসির প্রতিবেদন/ হাসিনাকে নিয়ে দ্বিধায় দিল্লি!

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status