ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

শিক্ষাঙ্গন

যেভাবে হবে এইচএসসির ফল

স্টাফ রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৫:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৩০ পূর্বাহ্ন

mzamin

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কীভাবে হবে সে সংক্রান্ত নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে ফল তৈরির কথা বলা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, যে সকল বিষয়ে প্রকৃত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকল বিষয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পূর্ণ মানের ভিত্তিতে প্রস্তুত করতে হবে। যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সে সকল বিষয়ের জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীর স্ব স্ব এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে ১০০% ভিত্তি ধরে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে প্রস্তুত করতে হবে।

উল্লেখ্য, গত ৩০শে জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ই জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সবশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় গত ১১ই আগস্ট। এর মধ্যে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন। ২০শে আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে বিক্ষোভ করেন তারা। পরবর্তী সময়ে এসব পরীক্ষা বাতিল করা হয়।

পাঠকের মতামত

এভাবে ফলাফল তৈরি করলে মানবিক বিভাগের ছাত্র/ছাত্রীদের ফলাফলে বিরূপ প্রভাব পড়বে। কারন, মানবিকের জন্য ইংরেজি ও আই,সি,টি, বিষয় সবচেয়ে কঠিন। তাই তাদের বিভাগের ফল আশানুরূপ হবে না। আবার সিলেট বোর্ডে শুধুমাত্র একটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ফলে এখানেও বৈষম্য তৈরি হবে।

Sarwar Rashed
২৬ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:৫৩ অপরাহ্ন

ফাজলামি বাদ দিয়ে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেন। প্রয়োজনে সময় বাড়ানো যেতে পারে।

ইরফান
২৫ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৬:২৩ অপরাহ্ন

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status