শিক্ষাঙ্গন
সাড়ে ৩ মাস পর ক্লাসে ঢাবি শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২২ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২১ অপরাহ্ন
দীর্ঘ সাড়ে ৩ মাস পর ক্লাসে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। আজ রোববার থেকে ক্লাস শুরু হয়েছে। প্রথম বর্ষ ছাড়া অন্য বর্ষগুলোর ক্লাস শুরু হয়েছে। তবে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর।
গত ২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হয়। ছুটি শেষে ১ জুলাই ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সর্বজনীন পেনশনের নতুন স্কিম (কর্মসূচি) ‘প্রত্যয়’ প্রত্যাহারের দাবিতে ওই দিন থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
অন্যদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত জুলাইয়ে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার ১১২ দিন পর আজ আবার ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। এরপর ২৭ আগস্ট নতুন উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে নিয়োগ দেওয়া হয়।