কলকাতা কথকতা
উপরাষ্ট্রপতি ভোটে অংশ নেবে না তৃণমূল কংগ্রেস, মমতা-বিজেপির টেবিলের নিচে সমঝোতার গুঞ্জন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২২ জুলাই ২০২২, শুক্রবার, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৪ পূর্বাহ্ন

আগামী ছয় আগস্ট ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে তৃণমূল কংগ্রেস বিরত থাকবে, ঘোষণাটি হতেই গুঞ্জন শুরু হয়ে গেছে। মোদি ভাই-দিদি ভাই সমঝোতার কথা শুধু বিরোধীরা বলছেন না, অনেক রাজনৈতিক বিশ্লেষকও বলছেন । অভিষেক বন্দোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে বাদ রেখে মার্গারেট আলভাকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করার যে সিদ্ধান্ত বিরোধীরা নিয়েছে তা সমর্থন করা যায় না। এনসিপি নেতা শরদ পাওয়ার মমতা বন্দোপাধ্যায়কে টেলিফোন করেছিলেন ঠিকই, কিন্তু টেলিফোন করা হয় প্রার্থী হিসেবে মার্গারেট আলভার নাম চূড়ান্ত হওয়ার পরে। তৃণমূল এটিকে অন্যায় বলে মনে করছে। তাই তারা ভোটে অংশ নেবে না। মোদি - মমতা সমঝোতা সম্পর্কে অভিষেক বলেন, সোনার পাথরবাটির মত কথা। একুশের মঞ্চ থেকেও দিদি চব্বিশের নির্বাচনে বিজেপিকে হারানোর ডাক দিয়েছেন। বিজেপির বিরুদ্ধে অল আউট যাচ্ছেন, এই অভিযোগ শুধু হাস্যকর নয়, মস্তিস্কপ্রসূত। অভিষেক পাল্টা প্রশ্ন করেন, সিপিএম’র সহযোগী আইএসএফএ’র বিধায়ক নৌশাদ সিদ্দিকী তো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি। তার মানে তারা কি বিজেপির সমর্থক হয়ে গেল? হাস্যকর অভিযোগ তোলার একটা সীমারেখা থাকে। তবুও গুঞ্জন থামছে না-মমতা নাকি জগদীপ ধনখর এর ভোটে বিরত থাকার শর্ত হিসেবে রেখেছেন, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেস নেতাদের হ্যরাসমেন্ট বন্ধ করতে হবে।