ঢাকা, ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

রুনিকে ছাড়িয়ে হালান্দের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবারmzamin

৪ ম্যাচে ৯ গোল। সিটির জয়ের দিনে আর্লিং হালান্দ পেরিয়ে গেলেন ওয়েইন রুনির রেকর্ড। শনিবার ব্রেন্টফোর্ডের সঙ্গে প্রথম মিনিটেই গোল খেয়ে বসে ম্যানচেস্টার সিটি। এরপর হালান্দের জোড়া গোলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। হালান্দের এমন অবিশ্বাস্য পারফর্মে সতীর্থ জ্যাক গ্রিলিশ বলেন, ‘সে যা করছে অবিশ্বাস্য।’
ইত্তিহাদ স্টেডিয়ামে এদিন ম্যাচের ২২তম সেকেন্ডেই ধাক্কা খায় ম্যানচেস্টার সিটি। স্বাগতিক সমর্থকদের হতাশায় ডুবিয়ে ম্যানসিটির জালে বল জড়ান ব্রেন্টফোর্ডে খেলা কঙ্গোর খেলোয়াড় ইওনে উইসা। কিছু বুঝে উঠার আগেই গোল হজম করে রীতিমতো স্তব্ধ হয়ে পড়ে ম্যানচেস্টারের পুরো গ্যালারি।
তবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি অবশ্য ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি। আর্লিং হালান্দ ম্যাচের ১৯তম মিনিটে প্রথম গোল করে দলকে সমতায় ফেরান। ৩২তম মিনিটে সিটিজেনদের হয়ে দ্বিতীয় গোলের দেখা পান করেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। গড়েন প্রিমিয়ার লীগের নতুন রেকর্ড। প্রিমিয়ার লীগের ইতিহাসে মৌসুমের প্রথম চার ম্যাচে সবচেয়ে বেশি ৯ গোল করার রেকর্ড গড়েন ২৪ বছর বয়সী হালান্দ। আগের রেকর্ড ছিল ওয়েইন রুনির। ২০১১-১২ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম চার ম্যাচে ৮ গোল করেন তিনি। এই জয় নিয়ে চলতি আসরে প্রথম চার ম্যাচের সবগুলোই জিতল সিটি। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তারা।  সিটির জার্সিতে শুরু থেকেই গোলমেশিন হয়ে উঠেন হালান্দ। দলটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৩ ম্যাচে তার গোল হলো ৯৯টি। এর ৭২টি প্রিমিয়ার লীগে। ম্যাচ শেষে হালান্দ সম্পর্কে তার সতীর্থ জ্যাক গ্রিলিশ বলেন, ‘সে যা করছে অবিশ্বাস্য, মাঠের বাইরে কঠোর পরিশ্রমই তাকে অন্যদের চেয়ে আলাদা করে দেয়। সে তার লক্ষ্যের দিকে ছুটে চলে অনেকটা মেশিনের মতো। আমি যাই বলি ওর সম্পর্কে, কম বলা হবে। ’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status