খেলা
সাকিবকে নিয়ে চিন্তার কিছু নেই শান্তর
স্পোর্টস রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবারভারতের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে রাওয়ালপিন্ডি থেকে দেশে ফেরার পর নিয়মিত অনুশীলন করেছে বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহীম, লিটন দাসরা ভারত সিরিজ নিয়ে যথেষ্ট সিরিয়াস। নিয়মিত মিরপুর শেরেবাংলা মাঠে প্রস্তুতি নিতে ঘাম ঝরিয়েছেন তারা। ভারতের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গতকাল দুপুরে দেশ ছাড়লেন ক্রিকেটাররা। দুপুর ১টা ৫ মিনিটের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন ক্রিকেটাররা। এদিন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ দলের ১৫ ক্রিকেটার দেশ ছেড়েছেন। শুধু জাননি সাকিব আল হাসান। তার ইংল্যান্ড থেকে ভারতে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। টাইগারদের এই অন্যতম অলরাউন্ডারের জন্য দারুণ চ্যালেঞ্জের সিরিজ। বল হাতে দারুণ করলেও ব্যাট হাতে একেবারেই নড়বড়ে। তাই দলে অলরাউন্ডার হিসেবে তার ভূমিকা নিয়েও প্রশ্ন থাকছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে’র হয়ে বল হাতে দারুণ করেছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে নেন ৯ উইকেট। তবে ব্যাট হাতে নামের সুবিচার করতে পারেননি। প্রথম ইনিংসে ১২ রান করে দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফেরেন। ব্যাটারদের ব্যর্থতায় সমারসেটের কাছে সাকিবের দলও হেরেছে ১১১ রানে। জাতীয় দলের সঙ্গে অনুশীলনে না থাকলেও ইংল্যান্ডে কাউন্টি খেলে ভালোভাবেই অনুশীলন সেরেছেন সাকিব, এমনটাই বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিবের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘সবসময়ের মতোই। আগে যেমন প্রত্যাশা ছিল, এখনো হয়তো তেমনটাই আছে। খুবই ভালো, আমার মনে হয় ওনার প্রস্তুতিটা ভালোই হয়েছে। যদিও ব্যাটিংয়ে খুব বেশি রান পাননি। তবে উনি খুব ভালোভাবে প্রস্তুতি সেরেছেন, আশা করছি এই সিরিজে খুবই ভালো করবেন।’