বিনোদন
‘অনুরোধ রক্ষা না করে নিজ যোগ্যতায় কাজ করতে চাই’
স্টাফ রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবারচলতি প্রজন্মের কণ্ঠশিল্পী শবনম প্রিয়াংকা। সুকণ্ঠী হিসেবে এরইমধ্যে সংগীতাঙ্গনে বেশ পরিচিতি পেয়েছেন তিনি। ছোট বেলাতেই গানে হাতেখড়ি হয়েছিল তার বাবার কাছে। বাবা ও পরিবারের সদস্যদের অনুপ্রেরণাতেই পরবর্তীতে গানে ব্যস্ত হয়ে পড়েন। বর্তমানে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে মাস্টার্স করছেন প্রিয়াংকা। পাশাপাশি নতুন গান, স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত রয়েছেন। এরমধ্যে প্রায় ৩০টি মৌলিক গান প্রকাশ হয়েছে এ গায়িকার। প্রথম একক অ্যালবাম লেজারভিশনের ব্যানারে প্রকাশ হয় ২০১৫ সালে। সেই অ্যালবামে বেলাল খান, কাজী শুভদের সঙ্গে গান গেয়েছেন তিনি। সংগীতশিল্পী বাবা ইয়াকুব হোসেন বাবলার সঙ্গেও একটি দ্বৈত গানে কণ্ঠ দেন। অ্যালবামের গানগুলোর জন্য প্রশংসিতও হন প্রিয়াংকা। তবে নিজের যোগ্যতায় শুধুমাত্র সামনে এগিয়ে যেতে চান এ গায়িকা। এ বিষয়ে প্রিয়াংকা বলেন, সত্যি বলতে সিনেমায় গান গাওয়া বলেন আর টিভি চ্যানেলে। একটি সিন্ডিকেট সব সময় কাজ করে। মানে একটি গ্রুপে থাকলে ডাক পাওয়া যায়। আবার দেখা যায় কাউকে ভাইয়া ডেকে কফি খেতে না গেলে অনেক সময় টিভি অনুষ্ঠান পাওয়া যায় না। সব চ্যানেল থেকে আমার ডাক আসে না। সেটা হলে তো গান গেয়ে ফুরসত পেতাম না। কিন্তু আমি এ ধরনের সিন্ডিকেট কিংবা অনুরোধ রক্ষায় অভ্যস্ত নই। হয়তো অনেক বড় শিল্পী আমি না, কিন্তু যতটুকুই গাইতে পারি আত্মবিশ্বাস ও সম্মানের সঙ্গেই সেটা করি। কথা প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, অনেক
সময় বিদেশ ট্যুরের প্রস্তাবও আসে। কিন্তু আমি আমার বাবা ছাড়া কনসার্ট করতে যাবো না। সেক্ষেত্রে দেখা যায় একা যেতে হবে কিংবা অন্য নানা শর্ত জুড়ে দিতে দেখা যায়। সেজন্য এখন পর্যন্ত বিদেশ সফরে যাইনি। এ গায়িকা বলেন, অনুরোধ রক্ষা না করে নিজের যোগ্যতায় কাজ করে যেতে চাই। আর এখন গানের যে অবস্থা তাতে আমি মনে করি প্রফেশনালি গান করাটা বেশ কঠিন। তাই হয়তো পড়ালেখা শেষে অন্য কিছু করবো। পাশাপাশি গানটা চলবে।