ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

বিষাক্ত কাজের পরিবেশ, রিচার্লিসনের বিরুদ্ধে ব্যক্তিগত সহকারীর মামলা

স্পোর্টস ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৪:০২ অপরাহ্ন

mzamin

ব্রাজিলের তারকা ফুটবলার রিচার্লিসনের বিরুদ্ধে তার ব্যক্তিগত সহকারী মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ‘রিচালির্সন তাকে বিষাক্ত পরিবেশের মধ্য দিয়ে নিয়ে গেছেন। এ কারণে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।’ শনিবার ইংল্যান্ডের একটি আদালতে এই মামলা হয়। 
সংবাদমাধ্যম দ্য সান বলেছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সাবেক ব্যক্তিগত সহকারী রেজিনাল্ডো পেরেরা তার অভিযোগে বলেন, রিচার্লিসন তাকে অন্যায়ভাবে পূর্ব নোটিশ ছাড়াই বরখাস্ত করেন। ৬০ বছর বয়সী রেজিনাল্ডো বলেন, উত্তর লন্ডনের বারনেটে রিচার্লিসনের বিলাসবহুল বাড়িতে তিনি কাজ করেন। সিনেমা কক্ষ দেখাশোনা করা তার কাজ ছিল। তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় আকস্মিকভাবে। রিচার্লিসনের এই সিদ্ধান্তে তার পরিবার ভেঙে যাওয়ার ঘটনাও ঘটে।  

ইংলিশ প্রিমিয়ার লীগের দল টটেনহ্যামে খেলা ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন ইংল্যান্ডে থাকেন বেশিরভাগ সময়। শুরু থেকেই পেরেইরা রিচার্লিসনের সেবাযত্নের জন্য নিয়োজিত ছিলেন। সম্প্রতি তাকে কোনো সতর্কতা বা ব্যাখ্যা ছাড়াই অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে । 
পেরেইরা বলেন, ‘বরখাস্ত হওয়ার পর আমাকে এই বিষাক্ত পরিবেশের নেতিবাচক প্রভাব মোকাবিলা করার জন্য চিকিৎসা নিতে হয়। এই ঘটনায় আমার স্ত্রী বিবাহবিচ্ছেদের আবেদন করেন। আমি মানসিকভাবে বিপর্যস্ত এবং বেকার হয়ে পড়ি।’

রিচার্লিসনের কাছ থেকে পেরেইরা ৯৫ হাজার ইউরো ক্ষতিপূরণ চেয়েছেন। অভিযোগে তিনি বলেন, রিচার্লিসন তাকে একজন কর্মচারী হিসাবে নিবন্ধন করেননি, তার সঙ্গে কোনো চুক্তিতেও যেতে চাননি। প্রতি সপ্তাহে ৫০০ ইউরো দেয়া হতো তাকে। বৃটিশ আইনানুসারে ছুটি বা অন্যান্য কর্মসংস্থান সুবিধাও দেওয়া হয়নি তাকে। ট্রাইব্যুনালে জমা দেওয়া কাগজপত্রগুলির মধ্যে ‘দীর্ঘ কর্মঘণ্টা, অত্যধিক চাপ এবং মৌখিকভাবে বাজে ব্যবহারের’ দাবি করেন পেরেইরা। রিচার্লিসনের বাবা আন্তোনিও মার্কোস ডি আন্দ্রেদের কাছ থেকে বাজে ব্যবহার পেয়েছেন বলে জানান পেরেইরা। তার কাজের বাইরেও রিচার্লিসনের পোষা প্রাণীদের যত্ন নেওয়ার তার ঘাঁড়ে তুলে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। 
মামলার প্রাথমিক শুনানি আগামী মাসে ওয়াটফোর্ডে অনুষ্ঠিত হবে। তবে রিচার্লিসন তার সাবেক সহকারীর অভিযোগ অস্বীকার করেছেন। টটেনহ্যামে প্রতি সপ্তাহে ১ লাখ ৩০ হাজার ইউরো উপার্জন করেন রিচার্লিসন। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে/ বাংলাদেশের জন্য ভারত ‘মাইন্ড ব্লক’

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status