বিশ্বজমিন
বাংলাদেশ প্রসঙ্গে রাহুল গান্ধী
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন
বাংলাদেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে রাহুল গান্ধী এ কথা বলেন। তার এই বক্তব্য কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্সের পেইজে পোস্ট করা হয়েছে। সেখানে রাহুল গান্ধী বলেছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরাতন। আপনি সঠিক, আমার দাদি বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। আমি মনে করি বাংলাদেশের ‘উগ্রপন্থা’ নিয়ে বেশ উদ্বিগ্ন ভারত, এর সাথে আমাদের দলও কিছুটা উদ্বিগ্ন। যাইহোক, আমি বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসা নিয়ে আশাবাদী এবং আমরা বাংলাদেশের বর্তমান সরকার অথবা পরের যেকোনো সরকারের সাথে আমাদের সম্পর্ক ধরে রাখতে সক্ষম হবো। আমরা এ বিষয়টি উত্থাপন করেছি, তারা এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছে। আমরা যেকোনো সহিংসতার বিরুদ্ধে এবং আমরা তা প্রতিহত করতে চাই। বাংলাদেশ সরকারের দায়িত্ব হচ্ছে সহিংসতা যতদ্রুত সম্ভব বন্ধ করা। আমাদের দিক থেকে সরকারের উচিত সহিংসতা বন্ধে চাপ প্রয়োগ করা।
Mr Rahul Gandhi....Oil your own machine.
কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসী মোদীর প্রতিচ্ছায়া!একই মুদ্রার এপিঠ-ওপিঠ।গায়ে মানেনা আপনি মোড়ল।হিন্দু সন্ত্রাসীদের একই চরিত্র!...
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ কর পিও। স্বভাব পাল্টাও নচেৎ আফসোস করে কূল পাবে না।
আমাদের দেশে কোনো উগ্রবাদি নাই। এটা তোমাদের ভুল ধারনা। এটা এক ধরনের Propaganda. ধর্মপ্রাণ মুসলমানদেরকে এই তকমা দিয়ে উগ্রবাদ দেখানো হয়।
নিজেদের চরকায় তেল দিন!
এই সেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী , যিনি তার এক নির্বাচনী জনসবায় বলেছেন , আপনারা কংগ্রেসকে ভোট দিন, কংগ্রেস যা কথা দেয়, তা রাখে। কংগ্রেস বলেছিলো পাকিস্তান ভাঙবে , এবং ভেঙেছিল।
বাংলাদেশ যে স্থিতিশীল নয়, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আবেগের বশবর্তী হয়ে মনগড়া কোনো অভিযোগ করা ঠিক নয়। আপনি একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে আপনারা পুরো বাংলাদেশ মনে করেন। এটি হাস্যকর। আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। তখন দেখবেন বাংলাদেশ একটি স্থিতিশীল রাষ্ট্র যে রাষ্ট্র ভারতের নিরাপত্তার প্রতি মোটেই হুমকি নয়।
মিঃ রাহুল আপনার মতামতের সাথে একমত হতে পারলাম না।
বাংলাদেশের উগ্রবাদের প্রধান এখন তোমাদের মেহমান।
মি রাহুল বাংলাদেশে জঙ্গি নাই তোমার দেশে র প্রধানমন্ত্রি ও তার দল ভারতের বড় জঙ্গি সংগঠন। নিজেদের দেশে মুসলমানদের অত্যাচার করেন হত্যা করেন এটাতে আপনি কি উদ্দিগ্ন না?
আমাদের দেশে জঙ্গি সংগঠন একটাই ছিল, ৫ আগস্ট সেটাকে আমরা পরাস্ত করেছি। আর তোমরা তার প্রধানকে নিয়ে গেছো।
বাংলাদেশের বর্তমান এই রাজনৈতিক পরিস্থিতির জন্য ভারতই দায়ী বাংলাদেশে কোন উগ্রবাদী নেই, বাংলাদেশের মানুষ শান্তি প্রিয়, আমাদের কে শান্তিতে থাকতে দেন এটাই আপনাদের কাছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশা। ধন্যবাদ।
বাংলাদেশে একমাত্র উগ্র তথা জঙ্গি সংগঠন হলো আওয়ামী সম্প্রদায়। এটি আগে এমন ছিল না। ভারত নিজেদের স্বার্থে আওয়ামী সম্প্রদায়কে জঙ্গি সমিতি বানিয়ে আওয়ামীদেরও শেষ করেছে, নিজেরাও বিপদে পড়েছে।
বাংলাদেশে একমাত্র উগ্রপন্থি গোষ্ঠী সেক মুজিব/সেক হাসিনা পরিচালিত আওয়ামীলীগ। এই আওয়ামীলীগ ভারত কতৃক নিয়ন্ত্রিত। উগ্র হিন্দুত্ববাদী মোদী/রাহুলরা যে মুখে নসিহত করে ঐ মুখে 'থু' 'থু' 'থু'
এদেশ অস্থিতিশীল নয়; আপনাদের দেশ এদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে।
অপরের সমালোচনা করার আগে নিজের চেহারাটা আয়নায় দেখে নিন।
আপনাদের দেশে এখন অন্তর্বর্তী সরকার যিনি দেখছেন উনি নিজেই উগ্রপন্থার সাথে হাত মিলিয়েচেন। আফগানিস্তানের পথে চলবে মনে হচ্ছ।
বাংলাদেশে কোনো ধরনের উগ্রপন্থা নেই ।এটা ভারতের রাজনীতিবিদদের একটা উন্যাসিক ধারনা। খুব শান্তির একটা দেশ বাংলাদেশ। ভারতের গোয়েন্দা সংস্থা র সবসময় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উগ্রপন্থাকে আবিষ্কার করে। তা নিয়েই ভারতের রাজনীতিবিদগণ বিষোদগার করে।
মি রাহুল বাংলাদেশে জঙ্গি নাই তোমার দেশে র প্রধানমন্ত্রি ও তার দল ভারতের বড় জঙ্গি সংগঠন। নিজেদের দেশে মুসলমানদের অত্যাচার করেন হত্যা করেন এটাতে আপনি কি উদ্দিগ্ন না?
আপনার দলও আমাদের দেশের গনতন্ত্র ধংসের জন্য দায়ী। আমরা ২০১৪ সালের কথা ভুলি নাই। আমাদের গনতন্ত্র ধংস করলেন, আর আপনারাও ক্ষমতা হারালেন।
you have to work as you said .
আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারা প্রথমে নিজেদের দেশ ঠিক করেন পরে অন্যকে নিয়ে কথা বলেন।
অন্য দেশ নিয়ে নাক গলানো বন্ধ করুন। আমাদের দেশে কোন‘উগ্রপন্থা নাই, আমাদের দেশ অনেক শান্তি প্রিয় ।এটা আপনাদের অপপ্রচার। আপনার দেশ নিয়ে ভাবেন। বরং আপনাদের দেশে উগ্রপন্থার অভাব নাই । আপনাদের প্রতিটি রাজ্য উগ্রপন্থী গোষ্ঠী আছে।
উগ্রপন্থা বলতে কি বুঝাতে চাচ্ছেন???
বাংলাদেশ যে স্থিতিশীল নয়, কথাটা সাথে মোটেই একমত নয়