খেলা
ক্লাবের ছন্দটা জাতীয় দলে টেনে নিতে পারছেন না কেন ভিনিসিউস
স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবারসমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। প্যারাগুয়ের মাঠে ২০তম মিনিটে দিয়েগো গোমেসের গোলে পিছিয়ে পড়ার পর যথেষ্ট সময় পেলেও, দলকে পথে ফেরাতে পারেননি তারা। এমন হতশ্রী পারফরম্যান্সের পর ম্যাচ শেষে স্পোর্তটিভিকে ভিনিসিউস বলেন, “আমরা সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি, যারা সবসময় আমাদের পাশে থাকেন। কঠিন সময় কাটছে, আমরা কেবল উন্নতি করতে চাই। আমি আমার সামর্থ্য জানি, জানি আমি জাতীয় দলের জন্য কী করতে পারি। অবশ্যই এর প্রক্রিয়াটা খুব কঠিন, কারণ আত্মবিশ্বাস না থাকলে গোল পাওয়া যায় না, এমনকি গোলে ভূমিকা রাখা এবং ভালো খেলাও যায় না।” রিয়াল মাদ্রিদের হয়ে কয়েক বছর ধরে দারুণ খেলছেন ভিনিসিউস। গত মৌসুমে দলটির চ্যাম্পিয়ন্স লীগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এবারের ব্যালন ডি’অর পুরস্কারের দৌড়ে এগিয়ে আছেন তিনি। কিন্তু ক্লাবের ছন্দটা জাতীয় দলে টেনে নিতে পারছেন না ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এ নিয়ে মাঝেমধ্যে সমালোচনাও শুনতে হয় তাকে। দেশের হয়ে কেন পারছেন না, এবার সেটার কারণ ব্যাখ্যা করার চেষ্টা করলেন তিনি। ভিনি বলেন, “এটা (রিয়াল মাদ্রিদে খেলার চেয়ে) সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। ইউরোপের খেলাটা আলাদা ধাঁচের, সেখানে মাঠের একপাশ থেকে অন্যপাশে বল খুব দ্রুত যায়- তাই কীভাবে মানিয়ে নেওয়া যায় সেটা আমাদের বুঝতে হবে, যেন সবাই ভালো খেলতে পারে এবং আমরা যেন ম্যাচ জিততে পারি।” এরপরই নিজেরে পাশাপাশি দলের সবার সমালোচনা করেন ভিনিসিউস। বাইরে থেকে ধেয়ে আসা কটু কথা সইয়ে ঘুরে দাঁড়ানোর তাগিদ দেন তিনি। বলেন, “এখন আমরা কী অবস্থায় আছি, তা বুঝতে পারছি। এই পরিস্থিতি থেকে আমরা ব্রাজিলকে যেকোনো মূল্যে বের করব। এখন আমাদের বাড়ি ফিরতে হবে এবং ভাবতে হবে, ভালো খেলার জন্য কী করতে হবে।” ভিনি বলেন, “আমরা এভাবে এখানে আসতে পারি না এবং যেভাবে খেলেছি সেভাবে খেলতে এবং এই পয়েন্টগুলো হারাতে পারি না। কঠিন সময় কাটছে। আমাদের অবশ্য সমালোচনা সইতে হবে এবং যত দ্রুত সম্ভব ব্রাজিলকে শীর্ষে ফেরাতে হবে।”