অনলাইন
পাকিস্তান ভারতের মাটিতে সন্ত্রাসে মদদ দিচ্ছে: রাহুল গান্ধী
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ২:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারত-পাকিস্তান কূটনৈতিক ইস্যুতে মুখ খুললেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। জানালেন, পাকিস্তান যেভাবে ভারতের মাটিতে সন্ত্রাসবাদে ইন্ধন যুগিয়ে চলেছে তাতে দুই দেশেরই ক্ষতি।
ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে রাহুল বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসের মদতদাতা। ভারতের মাটিতে হিংসা ছড়াতে লাগাতার সন্ত্রাসে মদদ যুগিয়ে চলেছে প্রতিবেশী দেশ। ভারত এটা কোনোভাবেই সহ্য করবে না। যতক্ষণ না তারা (পাকিস্তান) এটি বন্ধ করছে, ততক্ষণ সমস্যা থাকবে।
আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সরকারি প্রধানদের বৈঠকের ঠিক আগে এমন মন্তব্য করলেন এই কংগ্রেস নেতা। এদিকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইসলামাবাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছে।
মোদি পাকিস্তান সফরকারী শেষ ভারতীয় প্রধানমন্ত্রী। ২০১৫ সালের ডিসেম্বরে তার তৎকালীন প্রতিপক্ষ নওয়াজ শরিফের সঙ্গে দেখা করার জন্য লাহোরে গিয়েছিলেন। ভারতে আসা শেষ পাকিস্তানি নেতা ছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, যিনি গত বছরের মে মাসে গোয়ায় অনুষ্ঠিত এসসিও-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি তার প্রতিবেশীকে দেওয়া ‘মোস্ট ফেভারড নেশন’ তকমা প্রত্যাহার করে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পর দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়েছিল। একই বছর আগস্টে ভারত ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পরে ইসলামাবাদ তীব্র প্রতিবাদ করেছিল। পাশাপাশি আমেরিকা ও চীনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নিয়েও মুখ খোলেন রাহুল গান্ধী।
আমেরিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত ও আমেরিকার কূটনৈতিক সম্পর্কে দু’টি মুখ্য বিষয় রয়েছে প্রথমটি হলো প্রতিরক্ষা সহযোগিতা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি আমরা উভয়েই এই বিষয়ে ভালো কাজ করছি। আর দ্বিতীয়টি হলো চীন।’
বর্তমানে প্রতিবেশীদের বিরুদ্ধে চীনের আগ্রাসী নীতির বিরোধিতা ও দক্ষিণ চিন সাগরে চিনের আধিপত্য বিস্তারের চেষ্টায় বিরুদ্ধে ভারত ও আমেরিকার কাছে আসার বিষয়টি উল্লেখযোগ্য বলে মনে করেন রাহুল।
সূত্র: হিন্দুস্থান টাইমস
হারামীর ঘরে হারামীই জন্মে। বাংলাদেশে সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে উঠেছে।এই তোর দেশে উগ্র সাম্প্রদায়িক বি জে পি ক্ষমতায় চোখে পড়ে না ? মুসলিমদের মারছে,রাষ্ট্রীয়ভাবে মসজিদ ভেঙ্গে মন্দির বানিয়েছে ! লজ্জা করে না চোখে ঠসা পড়েছে ? ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ায় !
যুক্তরাষ্ট্র সফরে রাহুল গান্ধী বলেছেন, বাংলাদেশে সম্ভাব্য ‘উগ্রবাদের’ উত্থান নিয়ে ভারত উদ্বিগ্ন। এ খবরের বিস্তারিত এসেছে যুগান্তর অন লাইন ভার্সনে।
বাংলাদেশেও সাম্প্রদায়িক মৌলবাদের উত্থান হচ্ছে এধরণের নেতিবাচক মন্তব্য করেছেন রাহুল গান্ধী যুগান্তর অনলাইনে বিস্তারিত এসেছে। বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন তাও জানিয়েছেন।
প্রেম হওয়ার সময়কার সন্তান। বিয়ের পরের নয়।এরশাদকে নির্বাচনে যেতে চাপ ওর নির্দেশেই দেওয়া হয়েছিল।
বর্বর ও চরম সাম্প্রদায়িক রাষ্ট্রের কোন মানুষের মুখে এ ধরনের কথা মানায় না
মিথ্যুক...
ভারতের সব রাজনৈতিক দলের এক ডায়ালগ । আর আওয়ামী ফ্যাসিবাদীর ডায়ালগ ছিল জামায়াত এবং বিএনপি।
We are very happy because you always try interfere in small country’s politics.
ভারত বাহিনী পাঠিয়ে বাংলাদেশের মাটিতে ওদের বাংলাদেশের মানুষকে হত্যা করেছে! স্বাক্ষী আমরা ভুক্তভোগীরা। কী জবাব দেবে রাহুল?