বিনোদন
নাটকের গানে আলম আরা মিনু
স্টাফ রিপোর্টার
১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবারনতুন একটি নাটকের গানে কণ্ঠ দিলেন গুণী কণ্ঠশিল্পী আলম আরা মিনু। ‘মন করেছি চুরি’ নামের এ গানটির সুর ও সংগীত করেছেন চঞ্চল। মিনু জানান, এটি মূলত নির্মাতা কায়সার আহমেদের একটি নাটকের জন্য তৈরি হয়েছে। এ গায়িকা বলেন, সুন্দর একটি প্রেমের গান গাইলাম। এর মাধ্যমে অনেকদিন পর রেকর্ডিংয়ে ফিরলাম। এখন আমি আরও বেশি বেশি গাইতে চাই।