ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

মস্কো যাচ্ছেন অজিত দোভাল

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৪:৫৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৪৫ অপরাহ্ন

mzamin

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শান্তি আনার লক্ষ্য নিয়ে এ সপ্তাহে মস্কো সফরে যাবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এর আগে গত দু মাসে রাশিয়া ও ইউক্রেন সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। ইউক্রেন সফর এবং প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর ২৭শে আগস্ট টেলিফোনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেন মোদি। রাশিয়ান দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ওই ফোনকলে সম্প্রতি কিয়েভ সফর সম্পর্কে পুতিনকে অবহিত করেছেন মোদি। একই সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইউক্রেন সমস্যার সমাধানে ভারতের প্রতিশ্রুতির কথা জোর দিয়ে তুলে ধরেন তিনি। সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। সূত্রের মতে ওই ফোনকলে দুই নেতা সিদ্ধান্ত নিয়েছেন শান্তি আলোচনার জন্য মস্কো সফরে যাবেন অজিত দোভাল। তবে তার সফর সংক্রান্ত শিডিউলের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। রাশিয়ার দূতাবাস ফোনকল সম্পর্কে বলেছে- কিয়েভ কর্তৃপক্ষ ও তার পশ্চিমা মদতদাতারা যে ধ্বংসাত্মক নীতি গ্রহণ করেছে সে বিষয়ে মোদির সঙ্গে নিজের মূল্যায়ন শেয়ার করেছেন ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে এই যুদ্ধের সমাধানে রাশিয়ার উদ্যোগের কথা জোর দিয়ে তুলে ধরেছেন। ওদিকে ভারতের প্রধানমন্ত্রীর অফিস বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই নেতা তাদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন। এক্সে বলা হয়েছে, একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত কঠোরভাবে প্রতিশ্রুতিবদ্ধ তা আবারও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদি। গত মাসে প্রধানমন্ত্রী মোদি ইউক্রেন সফর করেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ভলোদিমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। তারাও যুদ্ধ নিয়ে আলোচনা করেন। তারপর মোদি বলেন, ভারত কখনোই নিরপেক্ষ নয়। ভারত সবসময় শান্তির পক্ষে। ওদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া যে তিনটি দেশের সঙ্গে যোগাযোগ রেখেছে তার মধ্যে ভারতের নাম বলেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, আমরা বন্ধু ও অংশীদারদের সম্মান করি। এই যুদ্ধ নিয়ে তাদের সঙ্গে- প্রাথমিকভাবে চীন, ব্রাজিল ও ভারতের সঙ্গে সব সমস্যা আন্তরিকতার সঙ্গে সমাধান প্রত্যাশা করি। এ বিষয়ে আমার সহকর্মীদের সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখছি।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status