বিনোদন
১০ কাঠার সেই প্লট হারাচ্ছেন আরিফিন শুভ
স্টাফ রিপোর্টার
(৪ সপ্তাহ আগে) ৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২২ পূর্বাহ্ন
শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে রাজউকের ১০ কাঠার একটি প্লট পেয়েছিলেন আরিফিন শুভ। গত বছরের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার সেই প্লট হারাচ্ছেন অভিনেতা আরিফিন শুভ। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত, হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিল হবে। এরই অংশ হিসেবে আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেয়া রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুভর প্লট বাতিলের বিষয়টি নিশ্চিত করে রাজউকের চেয়ারম্যান মে. জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার বলেছেন, মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি। তবে কী পরিমাণ প্লট বাতিল হবে, তা এখনই বলা যাচ্ছে না। মূলত যেগুলো রেজিস্ট্রেশন হয় নাই, এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে; যা বোর্ড সভায় উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে। রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে আরফিন শুভকে ১০ কাঠা আর ‘চিরঞ্জীব মুজিব’ প্রযোজক লিটন হায়দারকে ৩ কাঠা আয়তনের একটি প্লট গত বছরের ২৭ নভেম্বরে রাজউকের বোর্ড সভায় বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। দুটি প্লটই বাতিল হচ্ছে। এরপর এ প্লটের বিপরীতে শুভ সরকার-নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্রও গ্রহণ করেন। কিন্তু সময় স্বল্পতায় তিনি এ প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি বলে জানা যায়। ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব’ চলচ্চিত্র মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ১৩ অক্টোবর। এ চলচ্চিত্রে মুজিব চরিত্রে অভিনয় করতে শুভ এক টাকা পারিশ্রমিক নেয়ার কথা জানিয়েছিলেন।
প্রধান মন্ত্রী শেখহাসিনা ও তাঁর পরিবারবর্গ ১০ কাঠা করে মোট ৬০ কাঠা প্লট বরাদ্দ নিয়েছেন। যুগান্তর অনলাইনে এই খবরটি এখন দেখলাম।
শুধু আরেফিন শুভ নয়, বরং মুন্নী সাহা,ফারজানা রুপা,মিথিলা ফারজানাসহ সকল চাটুকার, ধান্দাবাজদের নামে বরাদ্দকৃত সরকারি প্লট বাতিল করার আবেদন জানাচ্ছি।
এই খবরের অপেক্ষাতেই ছিলাম।
ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হিসেবে থাকবে। চাটুকারিতার স্হান এ বাংলাদেশের মাটিতে হবে না।
আম ছালা বিচি সবই গেল। চাটুকাররা কখনো সুখ পায় না।
তেলবাজি করে অনেকেই অনেক কিছু কামিয়ে নিয়েছে অবৈধ হাসিনাকে খুশি করে!দূর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করেছিলোা দেশটাকে..
রাজউকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিতাড়িত করা হোক। উজ্জ্বল মল্লিক সহ সকল দুর্নীতিবাজদের বিচার করা হোক।
ভালো সংবাদ সাংসদদেরও প্লট বরাদ্দ প্রথা বাতিল করা হউক।
সাংবাদিক মিথিলা ফারজানাও একটি প্লট জবরদখল করেছিল।
আহা!এক টাকা পারিশ্রমিকের চেকটি তার জন্য স্মরণীয় হয়ে থাকবে।
ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হিসেবে থাকবে। চাটুকারিতার স্হান এ বাংলাদেশের মাটিতে হবে না।