ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

আত্মপক্ষ সমর্থনে যা বললেন জ্যোতি

স্টাফ রিপোর্টার
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবারmzamin

৩রা সেপ্টেম্বর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে গ্রুপটি খোলা হয়। গ্রুপে সরকারপন্থি শিল্পীরা আক্রোশ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের পক্ষে থাকা শিল্পীদের প্রতি। এমনকি ছাত্রদের গায়ে ‘গরম জল’ ঢেলে দেয়ার মতো কথাও বলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। ‘আলো আসবেই’ নামক সেই গ্রুপে ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও। এ বিষয়ে তিনি বলেন, এটা সত্য যে আমাদের এমন 
একটি গ্রুপ ছিল। যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটে, সেদিন এ বিষয়ে সেই গ্রুপে লিখেছিলাম। কারণ সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদেরও যেতে দেয়া হচ্ছিল না। সেদিনও আমি কিন্তু কোনো ছাত্রদের দায়ী করিনি হাসপাতালে আগুন দেয়ার ঘটনায়। অভিনেত্রী আরও বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে হয়তো আমরা অনেকে ছিলাম। কিন্তু সবার মনমানসিকতা এক না। শিক্ষার্থীদের ওপর গরম জল ঢেলে দেয়ার যে বিষয়টি উঠে এসেছে, তা কারও প্রত্যাশিত বক্তব্য নয়। এটা অমানবিক। তবে অন্যের ভাবনা নিয়ে আমি তো কিছু বলার অধিকার রাখি না।

 

পাঠকের মতামত

তোমাদের সবার বিচার হবে এই বাংলার মাটিতে, চাটুকারিতার ফল তোমরা পাবে।

রহমান
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:৫৬ অপরাহ্ন

কুখ্যাত হয়ে ওঠা সেই 'আলো আসবেই' নামের আলোহীন অন্ধকার গ্রুপে এই ম্যাডাম জুতিকা জুতি যদি ছাত্রদের বিরুদ্ধে কিছু না-ই লিখে থাকেন তো গালাগালির সুরে "টোকাই জামায়াত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা" লিখে কাদেরকে বুঝিয়েছিলেন? স্ক্রিনশট তো ফাঁস হয়েই গিয়েছে, এখন আর ভোগলামি মেরে লাভ কী? তারচেয়ে বলি, ওনাদের প্রাণের প্রিয় 'বুড়ি আপা' তো ওনাদের সবাইকে আবর্জনার মতো ঝেড়ে ফেলে রেখে দিল্লি ভেগেছেন, আর 'গরম জল'ওয়ালি দিদিমণিও আবায়া-মাস্ক পরে চোরর মতো ভেগেছেন বেগমপাড়ায়, তবে উনি আর এই গুলি খেয়ে মরার দেশে পড়ে রয়েছেন কোন্‌ দুঃখে? দেশটাকে আমরা যেমন ফ্যাসিবাদমুক্ত দেখতে চাই, তেমনি ফ্যাসিবাদের দালালের জোট থেকেও মুক্ত দেখতে চাই কিনা - তাই নেহাত ক্ষোভে-দুঃখে এসব বলা।

সাইদুল হক
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:৩৯ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status