ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

বিবিধ

আশার আলো কিছমত চলুন্ডা ছাত্র কল্যাণ পরিষদ

(১০ মাস আগে) ৩ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৮ পূর্বাহ্ন

mzamin

কুমিল্লা জেলার লালমাই উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম কিছমত চলুন্ডা । এখানে প্রায় ২০০টি পরিবার বসবাস করছে । সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে এখানকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে ভিন্ন এক উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় কয়েকজন যুবক। মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করায় গ্রামের দরিদ্র এক শিক্ষার্থীকে দেয়া হয় সংবর্ধনা। ক্ষুদ্র এই প্রয়াসকেই এক সময় সাংগঠনিক রূপ দিয়ে যাত্রা শুরু করে কিছমত চলুন্ডা ছাত্র কল্যাণ পরিষদ। 
২০১০ সাল হতে এলাকার যুবক আনোয়ার, বাহার, হানিফ ও ইউসুফ-এর উদ্যোগে কিছমত চলুন্ডা ছাত্র কল্যাণ পরিষদ প্রতিবছর ঈদের পরদিন আয়োজন করে আসছে ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।গ্রামের বাসিন্দাদের মধ্যে পাবলিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং সুযোগপ্রাপ্ত কিংবা স্নাতক ও স্নাতোকোত্তর সম্পন্নকারী শিক্ষার্থীদের দেয়া হয় সংবর্ধনা। এই তালিকায় এমবিবিএস ডাক্তার, কোরআনে হাফেজ, নির্বাচিত জনপ্রতিনিধিরাও রয়েছেন।
বিগত সময়ে কিছমত চলুন্ডা ছাত্র কল্যাণ পরিষদের উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে, ২০১৪ সালে গ্রামের সকল শিক্ষককে সম্মাননা প্রদান, ২০১৯ সালে ১২ জন গর্বিত পিতাকে সংবর্ধনা অনুষ্ঠান,  করোনাকালিন দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, ২০২৩ সালে গ্রামের প্রথম এবং একমাত্র বিসিএস ক্যাডার জনাব মোহাম্মদ উল্লাহ -কে সংবর্ধনা এবং  ২০২৪-এ শিশু-কিশোরদের কোরাআন তিলাওয়াত ও ইসলামি সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৩৩ জনকে পুরস্কার প্রদান। 
১৪ বছর ধরে চলা সংগঠনটির শুরু থেকেই সম্পৃক্ত রয়েছেন প্রফেসর আবু হানিফ ও ব্যাংকার মোহাম্মদ ইউসুফ আলী। প্রফেসর আবু হানিফ জানান, প্রতি ঈদে গ্রামের বাইরে থেকে আসা প্রবাসি ও চাকরিজীবীরা গ্রামবাসীর সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। কিছমত চলুন্ডা ছাত্র কল্যাণ পরিষদের এই মহতী  কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে আশপাশের গ্রামেও অনুরুপ সংগঠনের সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মেলবন্ধন ছড়িয়ে পড়ুক  বাংলার প্রতিটি গ্রামে এমনটাই প্রত্যাশা আমাদের।
 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নির্বাহী পরিষদ/ সভাপতি মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সাধারণ সম্পাদক এ এম শামীম নির্বাচিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status