বিনোদন
নয়া বিতর্কে ফারিয়া
স্টাফ রিপোর্টার
৩ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবারদীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবুও হঠাৎ আলোচনার টেবিলে উঠে এসেছে তার নাম। সম্প্রতি একটি জুয়ার অ্যাপের শুভেচ্ছা দূত হয়েছেন তিনি। সেই অ্যাপের একটি গানেও দেখা যায় তাকে। যেখানে গানে গানে জুয়ার প্রচারণা চালিয়েছেন তিনি। গানের শেষাংশে তাকে বলতে দেখা যায়, প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলায় আমি ভীষণ রোমাঞ্চিত। শুভেচ্ছা দূত নুসরাত ফারিয়াকে নিয়ে তৈরি গানটি ইউটিউবে ভাইরাল হয়। ভিডিও’র বর্ণনায় লেখা হয়েছে, শুভেচ্ছা দূত নুসরাত ফারিয়ার অফিশিয়াল গানের ভিডিও। বাংলাদেশের নিরাপদ প্ল্যাটফরম। তবে এ ব্যাপারে অভিনেত্রীর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এর আগে জুয়ার প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে নাম লেখানোর খবর এসেছিল ঢাকাই সিনেমার একাধিক নায়িকার। সেসব প্রতিষ্ঠানের প্রচারণায় দেখা গিয়েছিল তাদের। এদিকে বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ। প্রচার-প্রচারণায়ও নিষেধাজ্ঞা রয়েছে। তবে এবার জুয়ার বিজ্ঞাপনের প্রচারণা করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন নুসরাত ফারিয়া। এদিকে এ নায়িকা দীর্ঘদিন ধরেই রয়েছেন দেশের বাইরে। বিগত সরকারের অনেকের সঙ্গে তার ঘনিষ্ঠতা থাকায়ও সামাজিক মাধ্যমে বেশ তোপের মুখে পড়তে হয়েছে তাকে। যদিও সেসবের জবাব দেননি ফারিয়া।