শিক্ষাঙ্গন
শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ‘শপথ বাক্য’
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ২০ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৫:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২২ পূর্বাহ্ন
দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআইয়ের প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথবাক্য পাঠের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই-এর প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর সরকার নিম্নোক্ত শপথবাক্য পাঠের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নতুন শপথ বাক্য, ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো। দেশের প্রতি অনুগত থাকিবো। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’
পূর্বের শপথটি ছিল- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।’
ছোট বেলায় স্কুলে আমরা এটাই তো বলে এসেছি তা আজ নতুন কি হলো। মাঝে কোন পাগলে কি করেছে তাতে কি?
ঘুস সম্পর্কে সরকারী কমর্কর্তা/ কর্মচাবীদের শপথ পাঠ করাতে হবে
সরকারী কর্মকর্তাদেকে শপথ বাক্য পাঠ করা শুরু করলে ভালো হয়।
SMR এর ইসলাম ধর্মহীনতা পূর্ণ ভাবে বজায় রইলো /
মাশাল্লাহ সুন্দর শপথ বাক্য
SMR is not Bangladesh; Bangladesh is not SMR.