কলকাতা কথকতা
ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক অধ্যাপকের
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৪ সপ্তাহ আগে) ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৯ অপরাহ্ন

দুটিই নামী শিক্ষা প্রতিষ্ঠান। দুটির মধ্যে মিল একটি জায়গাতেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক অধ্যাপক ছাত্রীকে বাড়িতে ডেকে তাকে পড়ানোর উছিলায় শ্লীলতাহানির চেষ্টা করেন। আর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপক দিনের পর দিন ভয় দেখিয়ে এক ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। লোক জানাজানি হলে ওই অধ্যাপক ছাত্রীর ক্যারিয়ার শেষ করে দেয়ার হুমকি দেন। শেষ পর্যন্ত ছাত্রীটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটি জানায়। ইন্টারনাল কমিটি বিষয়টি জেনে তদন্ত শুরু করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্যাপারটি জানাজানি হয় ছাত্রীটি যাদবপুর থানায় অভিযোগ জানানোর পর। প্রেসিডেন্সির ক্ষেত্রে ছাত্রীটি আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সব জানিয়েছে। ছাত্রীটি জানিয়েছে, পড়ানোর উছিলায় অধ্যাপক তার শরীর স্পর্শ করতেন সবসময়।
পাঠকের মতামত
Some teachers are this type of human which I confess , but most of the matured girls are fault and liable for their conditions. They enjoy it and show their another appearance when Fall on problem! It's female criteria!
আমি বলছি না; এই গুলা ঘটে না। তবে শুধু এতটুকু বলিঃ বিশ্ববিদ্যালয়ে থাকার সময় এই গুলার আর এক পিঠও দেখছি। অনেক ছাত্রী চাকুরী; মার্ক্স; পাবলিকেশন প্রভুতি কারণে অনেক কিছুই দিতে দ্বিধাবোধ করে না। কিন্তু, পড়ে উদ্দেশ্য হাসিল না হলে, সেটা ধর্ষণ হয়ে যায়।
এসব পশুর সম্পর্কে মন্তব্য করতে ও ঘৃণা করে ।