খেলা
হাত থেকে ফসকে যাচ্ছে ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ’
স্পোর্টস রিপোর্টার
১৬ আগস্ট ২০২৪, শুক্রবারনারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হবে কিনা সে প্রশ্নের উত্তর মেলেনি। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এরইমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিকল্প ভেন্যু খোঁজার ঘোষণা দিয়েছে। শোনা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নাকি ভারতকে এই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে। যদিও বিষয়টি নাচক করে দিয়েছে বিসিসিআই। তবে বিসিবি ও বর্তমান আন্তর্বর্তীকালীন সরকার চাইলেও এই আয়োজন বাংলাদেশে করা সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন আছে। জানা গেছে- আইসিসি রাজি থাকলে এই আসরের নিরাপত্তা নিশ্চিত করবে দেশের সেনাবাহিনী থেকে শুরু করে সকল নিরাপত্তা সংস্থা। তবে বাধাটা ভিন্ন জায়গাতে বলে দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘আসলে আমরা সবদিক থেকেই চেষ্টা করছি। কিন্তু বাংলাদেশ ভ্রমণে বেশ কয়েকটি দেশ সতর্কতা জারি করেছে। আমরা নিরাপত্তা নিশ্চিত করলেও সে সব দেশ বাংলাদেশ সফরে আাসবে কিনা তা নিয়ে আমরা চিন্তিত।
চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে দেশে চলমান পরিস্থিতিতে বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশের থাকা না থাকার ঘোষণার অপেক্ষা মাত্র। তবে কোথায় হতে পারে এই আয়োজন! ভারত যেহেতু রাজি নয় সেই বিবেচনায় এখন বিকল্প ভেন্যু হতে পারে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাত। আইসিসি এরইমাঝে বিশ্বকাপের আয়োজনের জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করেছে তবে সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে নিশ্চিত করেছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। এ বিষয়ে তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা মেয়েদের বিশ্বকাপ আয়োজন করতে পারবো কিনা। আমি স্পষ্টভাবে না বলে দিয়েছি। আমাদের এখানে ওই সময় বর্ষা থাকবে। এর ওপরে আগামী বছর আমাদের এখানে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ হবে। পরপর দু’টো বিশ্বকাপ আয়োজন করবো এমন কোনো বার্তা আমরা দিতে চাইনি।’ তবে বাংলাদেশ আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবে। দুই টেস্টের ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজ গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন জয় শাহ। তিনি বলেন, ‘বাংলাদেশের কারও সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়নি। সেখানে নতুন সরকার এসেছে। তারা হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, না হলে আমরা যোগাযোগ করবো। বাংলাদেশ সিরিজ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।’ আইসিসি’র এমন প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন অনেকটাই হুমকির মুখে। বিশ্বকাপের আয়োজন বাংলাদেশ থেকে আইসিসি সরিয়ে নিতে চায় তা এখন একপ্রকার নিশ্চিতই হয়ে গেল জয় শাহের এমন বক্তব্যের পরে।
আইসিসি প্রাথমিক বিবেচনায় শ্রীলঙ্কা, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প হিসেবে বিবেচনায় রেখেছিল। ভারত প্রস্তাব ফিরিয়ে দেয়ার ফলে শ্রীলঙ্কা এবং আরব আমিরাত বিশ্বকাপের আয়োজনের জন্য এগিয়ে থাকবে। যদিও ভারতের মতোই একই অবস্থা চলমান শ্রীলঙ্কাতেও। সেখানেও চলছে বৃষ্টির মৌসুম। গেল বছর এশিয়া কাপের সহ-আয়োজক থাকাকালেও বৃষ্টি বাগড়া দিয়েছিল শ্রীলঙ্কায়।
অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতকে আয়োজন করার প্রস্তাব দিয়েছিল সেটিও সঠিক নয়। এমনটাই নিশ্চিত করে নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘না আমরা বিসিসিআইকে এমন কোনো অনুরোধ করিনি। এমনকি এ বিষয়ে কোনো সিদ্ধান্তও হয়নি।’