খেলা
‘বাংলাদেশের স্পিনাররা কথা শোনে’
স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, শুক্রবারটি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক কিংবদন্তি এই স্পিনারের অধীনে টাইগারদের স্পিনারদের উন্নতি ছিল চোখে পড়ার মতো। বর্তমানে পাকিস্তান সফরে আছে বাংলাদেশ। আগামী ২১শে আগস্ট প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। ইতিমধ্যে টাইগার ক্যাম্পে যোগ দেয়া মুশতাক আহমেদ বাংলাদেশের স্পিনারদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। একই দিনে বলেন, সাকিব মাঠের খেলায় তরুণদের জন্য অনুপ্রেরণা। পাশাপাশি বাংলাদেশের স্পিনাররা দারুণ শ্রোতাও বলে জানিয়েছেন এই কিংবদন্তী স্পিনার।
মুশতাকের অধীনে কাজ করার পর অনেক স্পিনারই তার প্রশংসা করেছেন। রিশাদ হোসেন তো টি- টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ ১৪ উইকেট নেন। এবার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাকিব আল হাসানদের লাল বলের দীক্ষা দেবেন মুশতাক।
স্পিনাররা যথেষ্ট ভালো। টেকনিক্যালি ও ট্যাক্টিক্যালি তারা ম্যাচের মোমেন্টাম ধরতে পারে। তাইজুল, মিরাজরা বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। রিশাদ উন্নতি করছে। সবচেয়ে বড় দিক, তারা খুব ভালো শ্রোতা। যে কোনো পরামর্শ মন দিয়ে শোনে। তাদের সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে।’
গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই সমালোচনার কেন্দ্রবিন্দু সাকিব আল হাসান। এরপর গত মাসে ছাত্রদের আন্দলোনে চুপ থাকাতেও রোষানলে পড়েন তিনি। কয়েকদিন আগে বিলুপ্ত হওয়া সংসদের সদস্য ছিলেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে তাকে নেয়া নিয়েও নানা আলোচনা হয়।
সাকিবকে নিয়ে মুশতাক বলেন, ‘খেলার সময় সাকিব সবসময় ইতিবাচক। সে তরুণদের জন্য অনুপ্রেরণা। সাকিব ছাড়াও, মুশি (মুশফিকুর রহীম), নাজমুল হোসেন শান্তরা দারুণ ইতিবাচক। দায়িত্ব নিয়ে খেলে তারা। সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছে।’
পাকিস্তানের মাটিতে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেট হয়ে থাকে। আর সামপ্রতিক সময়ে টাইগারদের পেস বোলাররাও দারুণ অবদান রাখেন দলের জয়ে। সেক্ষেত্রে কম্বিনেশন কেমন হতে পারে সেই প্রশ্নে মুশতাক বলেন, ‘আগে উইকেট দেখতে হবে। পরিবেশ বুঝতে হবে। সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেবো। তার আগে আসলে এসব নিয়ে বলা যায় না। আমাদের দলের কম্বিনেশন সবদিক থেকেই ভালো। ছেলেরা মাঠে নামতে তৈরি হচ্ছে।’