ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

ইউরোপে শুরু হলো ফুটবলের সপ্তাহ

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, শুক্রবার

আজ শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগের ৩৩তম আসর। এরপর ২৩শে আগস্ট মাঠে গড়াবে জার্মান বুন্ডেসলিগার ৬২তম আসর। ইতালিয়ান সিরি ‘আ’ ও ফ্রেঞ্চ লীগ ওয়ানের নতুন মৌসুমও শুরু হচ্ছে চলতি সপ্তাহে। বলা চলে ফুটবলের গন্ধে ভাসছে ইউরোপ। চলতি সপ্তাহেই মাঠে গড়াচ্ছে ৫ ইউরোপীয় লীগ।
ইংলিশ প্রিমিয়ার লীগ: ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন আসর মাঠে গড়াচ্ছে আজ। লীগটির বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লীগের ৩৩তম মৌসুম হতে যাচ্ছে এটি। আজ রাতে ওল্ড ট্র্যাফোর্ডে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ফুলহ্যাম ফুটবল ক্লাব। 
ফ্রেঞ্চ লীগ ওয়ান: প্রিমিয়ার লীগের পাশাপাশি আজ শুরু হচ্ছে ফরাসি লীগ ওয়ানের ৮৭তম আসরও। এ লীগের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মৌসুমের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি’র মুখোমুখি হবে লা আভর।

বিজ্ঞাপন
দুই মৌসুম আগেও এই প্রতিযোগিতায় খেলতেন লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পের মতো তারকা। কিন্তু এবার তারা কেউই নেই। সুতরাং এবার জৌলুসও কম থাকবে। 

ইতালিয়ান সিরি ‘আ’: সিরি আ’র ১২৬তম আসর শুরু হতে যাচ্ছে আগামীকাল। লীগটির বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। মৌসুমের প্রথম ম্যাচে জেনোয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এসি মিলান ও ইন্টারমিলান মুখোমুখি হবে আগামী ২২শে সেপ্টেম্বর ও ২রা ফেব্রুয়ারি।
জার্মান বুন্ডেসলিগা: ঠিক এক সপ্তাহ পর ২৩শে আগস্ট শুরু হবে জার্মান লীগ বুন্ডেসলিগার ৬২তম আসর। লীগটির বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন। নতুন দুইটি দল এবার জায়গা করে নিয়েছে এই লীগে। হলস্টাইন কিল ও জাঙ্কট পাওলি। উদ্বোধনী ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে গত মৌসুমের ‘ইনভিন্সিবল’ বায়ার লেভারকুসেন। বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচ হবে এ বছরের ৩০শে নভেম্বর। আগামী বছরের ১২ই এপ্রিল আবারো মুখোমুখি হবে দল দু’টি। ১৮টি ক্লাবের এই লীগে আগুন ঝরানো ম্যাচ হবে বায়ার্ন মিউনিখের সঙ্গে বায়ার লেভারকুসেনের ম্যাচ। এ বছরের ২৮শে সেপ্টেম্বর ও আগামী বছরের ১৫ই ফেব্রুয়ারি মুখোমুখি হবে এই দুই ক্লাব।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status