খেলা
পিএফএ পুরস্কারের দৌড়ে হালান্দসহ ৬ তারকা
স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, বুধবারগত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে আলো ছড়িয়েছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আর্লিং ব্রট হালান্দ। গোল করেছেন মৌসুমের সর্বোচ্চ ২৭টি। তাতে ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার্স এসোসিয়েশন অ্যাওয়ার্ডের (পিএফএ) সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ৬ জন। তালিকায় শিরোপাধারী ম্যানচেস্টার সিটি থেকেই আছেন ৩ জন। হালান্দের সঙ্গে রয়েছেন সতীর্থ ফিল ফোডেন ও রদ্রি। বাকিরা হলেন চেলসি স্ট্রাইকার কোল পালমার, আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও অ্যাস্টন ভিলা ফরোয়ার্ড অলি ওয়াটকিনস।
ফেভারিটদের তালিকায় থাকা ফোডেন ১৯ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরারের তালিকায় চার নম্বরে অবস্থান করছেন। সিটির হয়ে গতবারই সেরা মৌসুম কাটিয়েছেন তিনি। ৩৫ ম্যাচে অ্যাসিস্টও রয়েছে ৮টি। হালান্দ ২৭ গোল করেন ৩১ ম্যাচ খেলে।
গত আগস্টের আগে কোল পালমারও সিটির খেলোয়াড় ছিলেন। পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠায় তাকে চেলসির কাছে বিক্রি করে দেয় সিটিজেনরা। গত মৌসুমে যার জবাবটা দারুণ ধারাবাহিকতায় দিয়েছেন তিনি। ২২ গোল আর ১১ অ্যাসিস্টে সর্বোচ্চ স্কোরারের তালিকায় দুই নম্বরে ছিলেন পালমার। পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকার পাশাপাশি বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের তালিকাতেও জায়গা পেয়েছেন এ ইংলিশ ফরোয়ার্ড। পিএফএ পুরস্কার ঘোষণা করা হবে আগামী ২০শে আগস্ট।