বিনোদন
‘আয়না ঘর’ নিয়ে সিনেমা
স্টাফ রিপোর্টার
১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবারশেখ হাসিনা সরকার পতনের পর প্রকাশ্যে আসে আয়না ঘরের কথা। যেখানে সরকারের বিরাগভাজনদের বছরের পর বছর আটকে রেখে চালানো হতো চরম নির্যাতন। এবার আয়না ঘর নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন নির্মাতা জয় সরকার। সিনেমার নামও ‘আয়না ঘর’ রেখেছেন। তিনি বলেন, বিভীষিকাময় দিনগুলো নিয়ে আমার চলচ্চিত্র ‘আয়না ঘর’। সবার সহযোগিতা কামনা করছি।
kono kisur dorker nai hazar hazar mamla chay !!!!!!!!
সঠিক তথ্য তুলে ধরবেন, কোন কাটছাট নয়, অতিরঞ্জিত নয়। সকল ডকুমেন্ট সংযুক্ত করবেন, ভুক্তভোগীদের সকলের সাক্ষাৎকার এবং তিক্ত অভিজ্ঞতা অবশ্যই যুক্ত করবেন, ধন্যবাদ।
The cinema should be very standard one. I do not know whether Mr Sarker have such capability to make film on this very sensational and of course inhuman issue!
“আয়না ঘর নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন নির্মাতা জয় সরকার” আপনাকে অভিনন্দন তবে এই ঘর সম্পর্কে কোন তথ্য যেন আড়াল না হয়। আর বিশেষ করে কাদের ভাই, হাউন আঙ্কেল ও হিটলারকে হার মানানো হাসিনার অভিনয় থাকলে সিনেমাটি পূর্ণতা পাবে।
আয়না ঘর সত্য হলে, কোনক্রমেই যেন আওয়ামীলীগ মাথা চারা দিয়ে উঠতে না পারে। এই জন্য আয়না ঘরের মত একটি সিনেমা নির্মাণ করা সাহসী উদ্যোগকে স্বাগত জানাই।
ছবির নাম দেন "ডাইনী হাসিনার ঘর"
সিনেমায় স্বৈরশাসকের চরিত্রে যে অভিনয় করবে তার নাম হাসিনাই রাখার অনুরোধ জানাচ্ছি। এবং আওয়ামিলীগ প্রতিটি নেতার নামে অভিনয় শিল্পীদের ফুটিয়ে তুলতে হবে।
একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই : আপনারা আয়নাঘর নিয়ে কেউ সিনেমা করছেন, কেউ টকশো, কেউ মানববন্ধন ... আরো কত কি। কিন্তু যেটি দরকার সেই কাজটি কেউ করছেন না, তা হলো মামলা। কেউ মামলা করছেন না। ভুক্তভোগীদের বলুন মামলা করতে, দেশের যে সব বড় বড় আইনি প্রতিষ্ঠান মানুষকে আইনি সহায়তা দেয়, তাদের বলুন সহযোগিতা করতে। স্বাধীন বাংলাদেশে ১৮ কোটি মানুষ আপনাদের পাশে আছে। মাফ করবেন, আমি সিনেমা, টকশো অথবা মানববন্ধন এর বিপক্ষে নই, জনমত তৈরিতে এগুলোর প্রয়োজনও আছে, কিন্তু এই দুর্বৃত্তায়ন বন্ধ করতে দায়ীদের শাস্তি প্রয়োজন, মামলা প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে পরিবর্তিত বাংলাদেশে দলকানা বিচার ব্যবস্থা আর চলবে না। প্রধান বিচারপতি, এটর্নি জেনারেল সব পদই চেঞ্জড। তাই অন্তর্বর্তী কালীন সরকারই মামলা করার শ্রেষ্ঠ সময়।
অভিনন্দন