ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

বিদায়ের ঘোষণা বার্সেলোনার ‘ঘরের ছেলে’ রবার্তোর

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবারmzamin

অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন সার্জিও রবার্তো। এফসি বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ১৮টি বছরের সম্পর্ক ছিন্ন করলেন এ স্প্যানিয়ার্ড মিডফিল্ডার। বার্সেলোনার সঙ্গে চুক্তি ফুরানোয় গত ১লা জুলাই থেকে তিনি ছিলেন ফ্রি এজেন্ট। চুক্তিহীন রবার্তো অবশেষে ঘোষণা দিয়েছেন বার্সেলোনাকে বিদায় বলবেন। পরবর্তী গন্তব্য কোথায়, ৩২ বছর বয়সী রবার্তো তা এখনো জানাননি। তবে তার ঘনিষ্ঠজনদের কাছ থেকে পাওয়া খবর, স্প্যানিশ এই ডিফেন্ডার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে চান। বার্সাকে বিদায় বলে দেওয়ার ঘোষণাটা রবার্তো দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। স্পেনের সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো রবার্তোর ঘনিষ্ঠজনদের বরাতে খবর দিয়েছে যে তিনি আগামীকাল অডিটরিয়াম ১৮৯৯-এ এক সংবাদ সম্মেলন করে বার্সেলোনার সমর্থকদের আনুষ্ঠানিক বিদায় বলবেন।
২০০০ সালে সানতেস ক্রেউসের যুব দল দিয়ে শুরু। চার বছর পর নাম লেখান হিমানিসতিকের যুব দলে। বার্সেলোনার সঙ্গে তার পথচলার শুরু ২০০৬ সালে, যুব দল দিয়ে। ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রবার্তো খেলেন বার্সেলোনা ‘বি’ দলে। এর মধ্যেই ২০১০ সালে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তাঁর। সেই থেকে সর্বশেষ মৌসুম পর্যন্ত ১৪ বছরে বার্সেলোনার হয়ে ৩৭৩টি ম্যাচ খেলেন রবার্তো। ১৯টি গোল করার পাশাপাশি সহায়তা করেন সতীর্থদের ৩৯টি গোলে। ১৪ বছরের ক্যারিয়ারে বার্সেলোনায় রবার্তো জিতেছেন ২টি চ্যাম্পিয়নস লীগ ও ৭টি লা লিগা শিরোপা। এ ছাড়া তিনি জিতেছেন ৬টি কোপা দেল রে, ৩টি স্প্যানিশ সুপার কাপ এবং একটি করে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status